নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এবার পুলিশী হেনস্থার প্রতিবাদে এবং সংশ্লিষ্ট বিভাগের পরিচয়পত্রের দাবি তুলে হাসপাতাল সুপারের অফিসে বিক্ষোভ দেখালো মেদিনীপুরের মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ অস্থায়ী সুইপার সহ বিভিন্ন বিভাগের ডি গ্রুপের কর্মীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, তাদের কোনো পরিচয়পত্র না থাকায় লকডাউনে বিভিন্ন সময় হেনস্থা হতে হচ্ছে পুলিশের হাতে, কয়েকজন পুলিশের মারও খেয়েছেন ইতিমধ্যে।
আরও পড়ুনঃ ঘোষিত সরকারি প্যাকেজে ভরসা নয়, হাঁটাপথে বাড়ির দিকে অভুক্ত শ্রমিকেরা
তাই পরিচয়পত্র ছাড়া তারা হাসপাতালে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। করোনা ভাইরাসের মোকাবিলায় যারা নিজেদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, তারাই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই পরিচয়পত্র না দেওয়া পর্যন্ত তারা কাজ বন্ধ রাখবেন বলেও জানিয়েদেন। ইতিমধ্যে শ্রমিকরা বিষয়টি হাসপাতাল সুপারকে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584