লকডাউনে সম্প্রীতির নজির, বুল্টির পাশে আলমগীররা

0
40

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লকডাউনে প্রবল আর্থিক অনটনের মধ্যেই সম্প্রীতির নজির মালদহে। বাখরাবাদ পঞ্চায়েতের হঠাৎপাড়ার বাসিন্দা বুল্টির পাশে দাঁড়ালেন স্থানীয় যুবক আবদুল্লাহ, আলমগীর, মিরাজ, যুবরাজ-রা। অনুষ্ঠানে খাওয়ারের ব্যবস্থা থেকে বিয়ের সমস্ত উপকরণ, সবই জোগাড় হল চাঁদার টাকায়। সবটাই হল সোশ্যাল মিডিয়ার সাহায্যে।

married | newsfront.co
নিজস্ব চিত্র

সামাজিক দূরত্ব মেনে, মুখে মাস্ক পড়ে চার হাত এক হল বর- কনের। জানা গিয়েছে, চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পাত্র পবিত্র সিং পেশায় পরিযায়ী শ্রমিক। কনে বুল্টি সিং বিড়ি বেঁধে সামান্য টাকা রোজগার করেন। দুইজনেরই বাবা মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে।

আরও পড়ুনঃ জলঙ্গি সীমান্ত থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার বিএসএফের

লকডাউন পরিস্থিতিতে দুই পরিবারেই চলছে চুড়ান্ত আর্থিক টানাটানি। এই পরিস্থিতিতে বিয়ের সমস্ত খরচ জোগাড় করার সামর্থ ছিল না বুল্টির। একটি টিনের ঘরে কোনরকমে মাথা গুঁজে চলে বুল্টির পরিবারের জীবনযাপন। লকডাউনে বিড়ি বাঁধার কাজও কার্যত নেই। ফলে হাতে নগদ টাকা বলতে কিছুই নেই।

মেয়ের বিয়ে দেওয়া নিয়ে যখন দিশেহারা পরিবার, তখনই পাশে দাঁড়ান এলাকার যুবক আবদুল্লাহ, মিরাজ, যুবরাজ, আলমগীর-রা।সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় পরিবারের সমস্যার কথা। স্থানীয় যুবকেরা কিছুটা চাঁদা তুলে, বাকিটা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে জোগাড় করেন প্রায় ১৬ হাজার টাকা। ওই টাকা দিয়েই ২০ জন বরযাত্রী-সহ প্রায় ৫০ জনের খাওয়ারের ব্যবস্থা করে বিয়ের কাজ সম্পন্ন হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here