সুদীপ পাল,বর্ধমানঃ
নির্বাচনের পর প্রবল দাবদাহের জন্য আরও ২ মাস স্কুল ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।লোকসভা নির্বাচনের জন্য আগে প্রায় ১৫ দিন ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ মোট আড়াই মাসের স্কুল ছুটি থাকবে।

দুর্গাপুরের এমএএমসির দুর্গাপুর মডার্ন হাইস্কুলের পড়ুয়াদের অভিভাবকরা বিদ্যালয়ের কাছে আবেদন করলেন যাতে স্কুলের ছুটি কমিয়ে স্কুল খোলার ব্যবস্থা করা হয়।
অভিভাবকদের বক্তব্য, দীর্ঘ দিন ছুটি থাকায় পঠন-পাঠন প্রক্রিয়া ব্যাহত হবে।পড়ুয়ারা পঠনের দিকে আর আগ্রহী হবে না। শুধু তাই নয় যখন বিদ্যালয় আবার খুলবে সেই সময় সিলেবাস শেষ করার তাগিদে অতিরিক্ত ভাবে পড়ানো হবে। যা বিজ্ঞানসম্মত নয় এবং যা পড়ানো হবে তা পড়ুয়ারা আত্তীকরণ করতে পারবে না।
আরও পড়ুনঃ বর্ধিত ছুটির বিরুদ্ধে মালদহে প্রতিবাদ মিছিল
অভিভাবকদের একাংশ মনে করছেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মিড ডে মিলের জন্য যে চাল এসেছিল তা রক্ষণাবেক্ষণ করাও কঠিন হয়ে পড়বে।তাছাড়া বহু ছাত্র মিড ডে মিল আছে বলেই বিদ্যালয় যায়।দীর্ঘদিন মিড ডে মিল বন্ধ থাকলে তারা অন্য কোথাও কাজের ব্যবস্থা করবে অর্থাৎ এক কথায় স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাবে অনেক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584