বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করে অভিভাবক মঞ্চের সদস্যরা। এই মিছিটি কলেজপাড়ায় শিলিগুড়ি শিক্ষা জেলার বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। এবং সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। এরপর স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা করতে দিতে হবে আর তাহলে স্কুলেই কোচিং সেন্টারের ব্যবস্থা করতে হবে এই দাবী নিয়ে অভিভাবক মঞ্চের সদস্যরা একটি স্মারকলিপি দেন শিলিগুড়ি শিক্ষা জেলার বিদ্যালয় পরিদর্শকের হাতে।
এরপর অভিভাবকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে অনেকদিন ধরেই আমরা এই দাবীটি জানিয়ে আসছি। কিন্তু কোনও লাভ হয়নি। আর সামনেই ছাত্রছাত্রীদের পরীক্ষা। এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে রয়েছে। আমরা চাই আমাদের ছেলে মেয়েদের স্কুল শিক্ষক শিক্ষিকারাই পড়াক। এতে আমরা সরকারের কোন হস্তক্ষেপ মানবো না। আর যদি আমাদের দাবী খুব শীঘ্রই পূরণ করা না তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584