নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
ছাত্র ছাত্রীদের পর্যাপ্ত পরিমাণ খাবার না দেওয়া ও নিম্ন মানের খাবার সরবরাহের অভিযোগ তুলে সরব হলেন অভিভাবকেরা।এদিন স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার কাঁটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে হাজির হন ওন্দা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুজয় বসু।

স্থানীয় সূত্রে জানা যায় ওন্দার কাঁটাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর মিলিত সংখ্যা ১১২ জন।এদের মধ্যে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা ৯৫ জন। প্রাক্ প্রাথমিকে পড়ুয়ার সংখ্যা ১৭ জন।

এতো বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী থাকা সত্ত্বেও প্রায় সময়ই তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়না বলে অভিযোগ।এমনকি অনেক সময় খাবারের মান অত্যন্ত নিম্ন মানের থাকে বলেও তাদের অভিযোগ।বিষয়টি বার বার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি।

তাই এদিন তারা মিড ডে মিল রান্নার কাজ বন্ধ রেখে স্কুলের গেটে তালা দিতে বাধ্য হয়েছেন বলে জানানো হয় অভিভাবকদের তরফে।
আরও পড়ুনঃ নাবালিকাকে অপহরণ করে দিল্লিতে বিক্রির চেষ্টার অভিযোগ গ্রেফতার এক যুবক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584