স্কুলে পর্যাপ্ত শিক্ষিকার অভাবের জন্য অভিভাবকদের বিক্ষোভ

0
57

মনিরুল হক,কোচবিহারঃ

guardian protests due to lack of teachers 2
নিজস্ব চিত্র

হয় শিক্ষিকা নিয়োগ করা হোক,নতুবা বন্ধ করে দেওয়া হোক কোচবিহারের ঐতিহ্যশালী ইন্দিরাদেবী গার্লস স্কুলকে।বৃহস্পতিবার ওই দাবিকে সামনে রেখে কোচবিহার জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিলেন অভিভাবক অভিভাবিকারা।তাঁদের অভিযোগ, দীর্ঘদিন থেকে স্কুলে পর্যাপ্ত শিক্ষিকা নেই। ফলে শুধুমাত্র রোল কল আর মাঠে যে যার মত খেলাধুলা করে বাড়ি ফিরছে।লেখাপড়ায় ক্ষতি হচ্ছে খুদে পড়ুয়াদের।স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন কাজ হয় নি।তাই শেষ পর্যন্ত অভিভাবকরা স্কুলের সামনে রাজবাড়ী স্টেডিয়ামের গেটে জমায়েত হয়ে বিশাল মিছিল করে জেলা শাসকের দফতরে আসেন।সেখানে শিক্ষিকা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখিয়ে একটি স্মারকলিপি জেলা শাসকের দফতরে জমা দেওয়া হয়।

guardian protests due to lack of teachers
স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন অভিভাবকরা। নিজস্ব চিত্র

দীপান্বিতা সেনশর্মা,শিখা ঘোষ নামে দুই অভিভাবিকা বলেন, “ স্কুলে এমনিতেই শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম।তার উপর যে কয়েকজন আছেন, তাঁরাও ঠিক মত স্কুলে আসেন না।ফলে রোল কল ছাড়া কিছুই হয় না সেখানে।ছাত্রীরা গিয়ে খেলাধুলা করে ফিরে আসেন এভাবে ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। যদি লেখা পড়া না করানো হয়। তাহলে ওই স্কুল বন্ধ করে দেওয়া হোক।” ইন্দিরাদেবী গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্মৃতিকনা সরকার চৌধুরী বলেন, “ স্কুলে পর্যাপ্ত শিক্ষিকা নেই। ফলে স্কুল চালাতে সমস্যা হচ্ছে।শুন্যপদ পূরণের জন্য ডিরেক্টর অফ এডুকেশনের কাছে আবেদন করা হয়েছে। নিয়োগ হলেই শিক্ষিকা দেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।”

guardian protests due to lack of teachers 3
বিক্ষোভরত অভিভাবিকা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিডিও র কাছে স্মারকলিপি প্রদান করলো মুজনাই চা বাগান শ্রমিকরা

কোচবিহারে জেনকিন্স, সদর গভঃমেন্ট, সুনীতি দেবীর মতই সরকারি স্কুল ইন্দিরা দেবী।এখানে এক হাজারেও বেশী ছাত্রী রয়েছে।ওই ছাত্রীদের জন্য ৩১ জন শিক্ষিকা থাকার কথা থাকলেও দীর্ঘদিন থেকে নিয়োগ না হওয়ায় শুন্যপদের সংখ্যা ২০ গিয়ে পৌঁছেছে। ফলে ১১ জন শিক্ষিকা স্কুল চালাচ্ছেন।কাজেই তাঁদের পক্ষে যে প্রত্যেকটি ক্লাস নেওয়া সম্ভব নয়,তা আর বলার অপেক্ষা রাখে না।সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা।তার আগে এই সমস্যা পড়ুয়াদের চরম সঙ্কটের মধ্যে ফেলে দিয়েছে। এহেন অবস্থায় প্রশাসন কি পদক্ষেপ নেয়,এখন সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here