মনিরুল হক,দিনহাটাঃ
পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা দিতে এসে স্কুলের গেট না খোলায় স্কুলের সামনে বিক্ষোভ দেখালো শিশুদের অভিভাবকরা। রবিবার এ ঘটনা ঘটেছে দিনহাটা শহরের দিনহাটা গার্লস্ হাই স্কুলে।
যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন,স্কুলে ভর্তির জন্য কোন পরীক্ষা নেওয়া হচ্ছে না।ভর্তির প্রক্রিয়া শেষ হলে রোল নম্বর সাজানোর জন্য মেরিট টেষ্ট নেওয়া হবে।এদিন দিনহাটা গার্লস হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তির পরীক্ষা হওয়ার কথা ছিল।সেই মোতাবেক অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে স্কুলের গেটের সামনে হাজির হন কিন্তু সময় অতিক্রান্ত হওয়ার পরও স্কুলের গেট না খোলাতে তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
দিনহাটা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “ভর্তির কোন পরীক্ষা নেওয়ার কথা ছিল না, রোল নম্বর সাজানোর জন্য একটি মেরিট টেষ্টের ব্যবস্থা করা হয়।প্রশাসনের নির্দেশ অনুসারে ভর্তি প্রক্রিয়া শেষ হলে ওই টেষ্ট নেওয়া হবে।”দুই কিলোমিটারের মধ্যে যেসব স্কুল রয়েছে সব স্কুলের শিশু যারা ভর্তি হতে চায় তাদের ভর্তি নেওয়া হবে বলে প্রধান শিক্ষিকা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584