পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
শিক্ষাক্ষেত্রে বিক্ষোভে আবার উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ইসলামপুরে সরস্বতী বিদ্যা মন্দির ও সরস্বতী শিশু মন্দিরের অনুমোদন বাতিল করার প্রতিবাদে রবিবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন ওই স্কুলদুটির পড়ুয়াদের অভিভাবকেরা।
কিছুদিন আগে বিদ্যালয়ের ঠিকানা হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের হোর্ডিংয়ে আচমকা
ইসলামপুরের পরিবর্তে ‘ঈশ্বরপুর’ লেখায় বিতর্ক দানা বাঁধে। আচমকা ইসলামপুরের নাম বদলে বিদ্যালয়ের নাম ফলকে ঈশ্বরপুর করে দেওয়ার জেরেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অনুমোদন বাতিল করে দেওয়া হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের যাতে অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো যায় সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে ছিল বিদ্যালয় পরিদর্শকের দফতর৷
রবিবারই এই বিষয় নিয়ে ইসলামপুরের মহকুমা শাসকের দফতরে বৈঠকে বসার কথা ছিল অভিভাবকদের একাংশের। বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি সেখানে আলোচনার জন্য পৌছালেও সমস্ত অবিভাবকদের সাথে আলোচনায় রাজি না হওয়ায় উত্তেজনা তৈরি হয় ৷
এরপরেই ইসলামপুর বাস স্ট্যান্ডের সামনে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা ৷ অভিভাবকদের দাবি, আচমকা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে পর্ষদের এভাবে অনুমোদন বাতিল করা হঠকারিতার নামান্তর। ফলে পরীক্ষার আগে সমস্যার মুখে পড়েছে স্কুলের পড়ুয়ারা। শিক্ষা দফতর এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন অভিভাবকরা । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৪ ঘন্টা ধরে অবরোধ চলছে। ফলে ৩১ নং জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর এই জাতীয় সড়ক অবরোধ তোলা হয়।
আরও পড়ুনঃ মরণোত্তর অঙ্গদানে কনিষ্ঠতম মধুস্মিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584