লকডাউনে ফি বৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভ অশোক হল গার্লস স্কুলের অভিভাবকদের

0
41

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সরকারি শিক্ষা মাধ্যমে ভরসা না থাকায় বেসরকারি স্কুল বেছে নিয়েছিলেন অনেক অভিভাবকরাই। কিন্তু গত দিন দশেক ধরে শহরের বিভিন্ন বেসরকারি স্কুলে লকডাউনে ফি বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শনিবার ফের শহরের বুকে বিক্ষোভ বেসরকারি নামী ইংরেজি মাধ্যম স্কুল অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। কড়েয়ার পাম অ্যাভিনিউয়ে এই স্কুলের অভিভাবকদের বিক্ষোভে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

School | newsfront.co
সংবাদ চিত্র

অভিভাবকদের বক্তব্য, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায়, তা অভিভাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই অভিভাবকদের দাবি, তাঁরা স্কুলের ফি দেবে অবশ্যই, কিন্তু তা ৫০%-এর বেশি নয়।

লকডাউন পরিস্থিতিতে তিনমাস স্কুল বন্ধ। তাই বাস, স্কুল রুম, ইলেকট্রিক ফি-সহ অতিরিক্ত মাত্রায় যে ধরণে টাকা চাওয়া হচ্ছে, সেটা দেওয়া সম্ভব নয়। তাঁরা চাইছেন, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলুক। একটা সমঝোতার মধ্যে আসুক। কিন্তু এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও নোটিশ আসেনু বা কেউ কথা বলেননি বলে জানাচ্ছেন অভিভাবকরা।

আরও পড়ুনঃ বারাসাতে ধরা পড়ল দুই ভাইয়ের করোনা পজিটিভ

প্রসঙ্গত, লকডাউন পর্বে ইতিমধ্যে শহর কলকাতায় একাধিক স্কুলের সামনে দেখা গেছে অতিরিক্ত ফি নেওয়ার কারণে অভিভাবকদের বিক্ষোভ। কিন্তু তারপরেও শিক্ষামন্ত্রী বিষয়ে হস্তক্ষেপ করছেন না কেন বা রাজ্য সরকার এই বিষয়ে চুপ কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সকলেরই দাবি, বেসরকারি স্কুল নিয়ে সুনির্দিষ্ট নীতির প্রণয়ন করা উচিত রাজ্যের। নতুবা প্রত্যেকদিন শহরের এক-একটি বেসরকারি স্কুল এভাবে অভিভাবকদের হেনস্থা চালিয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here