করোনা মুক্ত রায়গঞ্জের ছাত্রী, শনিবার বিকালে ছেড়ে দিল হাসপাতাল

0
47

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জের সেই কোভিড হাসপাতালের করোনা আক্রান্ত নার্সের মেয়ে শনিবার সুস্থ হয়ে কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। তার মা এবং তার শরীরে একই সঙ্গে করোনা পজিটিভ ধরা পড়েছিল। এটা ছিল রায়গঞ্জ পুর এলাকার প্রথম করোনা আক্রান্তের ঘটনা। শনিবার এই কিশোরী সুস্থ হয়ে কোভিড হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় শহরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ওই কিশোরীর নার্স মাকে আগেই সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছিল।

Raignaj covid hospital | newsfront.co
ফাইল চিত্র

চলতি মাসের ১ তারিখ মেয়ের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন রায়গঞ্জ শহরের দুই নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকার বাসিন্দা ওই নার্স ও তার স্বামী। চলতি মাসের ৩ তারিখ মেয়ের অপারেশন করার কথা ছিল।

আরও পড়ুনঃ সৈজুদ্দিনের পরিবারের পাশে সিপিআই(এম)

কিন্তু অপারেশন করার আগে লালার নমুনা পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে রাজ্য স্বাস্থ্য ভবন। সেই নিয়মে লালার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে কিশোরীর করোনা পজিটিভ ধরা পড়ে। রিপোর্ট নিয়ে দ্রুত রায়গঞ্জে ফিরে জেলাশাসকের দফতরকে সমস্ত ঘটনা জানানো হয়। তরিঘরি ওই নার্সের মেয়েকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here