নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গির ৬ নম্বর কীর্তনীয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড’ডে মিলের আলু পচা ও খাদ্য সামগ্রী ওজনে কম বলে অভিযোগে বিক্ষোভ দেখান অভিভাবকরা। সোমবার মিড’ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিতরণের সেই চাল, আলু বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখে ওজন কম ও আলু একেবারে পচা বলে অভিযোগ অভিভাবকদের। ফলে এ ঘটনার জেরে অভিভাবকরা স্কুল চত্বরে সেই খাদ্য সামগ্রী এনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আরও পড়ুনঃ দিনহাটায় গরীবদের রেশন পাইয়ে দেওয়ার দাবিতে আন্দোলন ফরোয়ার্ড ব্লকের
যদিও এ বিষয়ে অভিভাবকরা জানান, প্রথমত সামগ্রীগুলো ওজনে কম, তারপরই আবার আলু পচা। এই লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের অনাহারে দিন কাটছে। মানুষের কথা ভেবে সরকার মিড’ডে মিলের খাদ্য সামগ্রী দিয়েছেন। কিন্তু বিদ্যালয়ের মাস্টারা কোথা থেকে কি সব পচা আলু দিচ্ছে আমাদের।
তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন,” এক দিন আগে চাল আলু প্যাকেট করার কারণে মূলত কিছু আলু পচে যায়। সেই কথা ইতিমধ্যেই খাদ্য সামগ্রীর কন্ট্রাক্টরকে জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন আমাদের। আর এর পাশাপাশি তিনি অতিরিক্ত বেশ কিছু আলুর বস্তা পাঠিয়েছেন, সেখান থেকেই এবার অভিভাবকদের বিতরণ করার হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584