বাড়ি ঢুকে গৃহশিক্ষককে নিগ্রহ, অভিযোগের আঙুল অভিভাবকদের দিকে

0
167

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিশ্বাস পাড়ার এক গৃহশিক্ষকের বাড়িতে কিছু ছাত্রছাত্রীর অভিভাবক হামলা চালায়। গৃহশিক্ষক এবং তার স্ত্রীকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ।

অভিভাবকদের অভিযোগ গৃহশিক্ষকের প্ররোচনায় স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারছেন না। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সন্তানদের ভবিষ্যত। সেই অভিযোগেই তারা ওই গৃহ শিক্ষকের বাড়িতে হামলা চালায়।

guardians torture to home tutor in balurghat | newsfront.co
বালুরঘাট থানায় গৃহশিক্ষকদের জমায়েত। নিজস্ব চিত্র

আজ সেই ঘটনার প্রেক্ষিতে গৃহশিক্ষকদের সংগঠন অভিযুক্ত অভিভাবকদের নামে এফআইআর দায়ের করে বালুরঘাট থানায়।

আরও পড়ুনঃ পাঁচ দিনের সফরে দার্জিলিং পৌঁছালেন মুখ্যমন্ত্রী

গৃহশিক্ষকদের অভিযোগ কিছু স্কুল শিক্ষকদের প্ররোচনায় অভিভাবকরা এই হামলা চালিয়েছেন। যার ফলে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তাদের বাড়িতেও ভবিষ্যতে হামলা চালানো হতে পারে বলে তারা জানিয়েছেন। সেই কারণে তারা নিরাপত্তা চেয়ে এবং অভিযুক্ত অভিভাবকদের শাস্তির দাবিতে আজ বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

গৃহশিক্ষকের দাবি, এই অভিযুক্ত অভিভাবকদের উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তারা আগামী দিনের বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here