মনিরুল হক, কোচবিহারঃ
আবার ‘দিদিকে বলো কর্মসূচীর মধ্য দিয়ে নিজেদের অভাব অভিযোগ জানালেন অতিথি অধ্যাপকেরা। ‘ওয়েস্ট বেঙ্গল গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে রবিবার কোচবিহার শহরে সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এলাকায় একটি গুরুত্বপূর্ণ সভা করেন। এই সভায় অতিথি অধ্যাপকেরা মিলিত হয়ে সেক্ট ১ও ২ কার্যকারী করার দাবি জানায়।
সংগঠনের পক্ষে সম্পাদক সাবেদুল হক্ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ট ১ ও ২ ঘোষণা করেন। কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর না হওয়ায় কার্যত হতাশ অতিথি অধ্যাপকেরা।
জেলায় বিভিন্ন কলেজ অতিথি অধ্যাপকেরা মিলিত হয়ে এদিন দিদিকে বলো কর্মসূচীতে অংশ নেন। এই সভায় ২১০ জন উপস্থিত ছিলেন বলে ওই সংগঠনের পক্ষ থেকে বলা হয়।
সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার দে বলেন, আমরা চাই মুখ্যমন্ত্রী ঘোষণা মতো সেক্ট ১ ও ২ চালু হোক। এই ঘোষণা ২০২০-র ১ জানুয়ারিতে চালু হওয়ার কথা থাকলেও এখনও তা ঘোষণাকারেই থেকে গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584