পুজোর গাইড ম্যাপ উদ্বোধন মালদহ জেলা পুলিশের

0
75

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

বৃহস্পতিবার পুজো গাইড ম্যাপ উদ্বোধন করলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। পুজোয় প্রতিমা দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ এবছর গ্রহন করেছে জেলা পুলিশ।

guide map opening in malda | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে পূজা গাইড ম্যাপ উদ্বোধন করা হয় পুলিশ সুপারের অফিসে। পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ কর্তারাও। ষষ্ঠীর দিন থেকে নবমী পর্যন্ত নিদিষ্ট টাইম পর্যন্ত বন্ধ থাকবে শহরের রাস্তায় যানচলাচল।

জেলা পুলিশের পক্ষ থেকে মালদা শহরে মোট ৫২টি ড্রপ গেট করা হচ্ছে। ৪০টি পুলিশ এসিস্ট্যান্ট বুথ থাকছে । এর বাইরে থাকছে আরও ৩০টি স্পেশাল পুলিশের বুথ।

নিজস্ব চিত্র

যেখান থেকে নজরদারি চালানো হবে। দর্শনার্থীদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করার ক্ষেত্রেও নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশ বাহিনী। এছাড়াও থাকছে ৯টি আরটি মোবাইল এবং তিনটি নাকা চেকিং পোস্ট ।

মালদা শহরে প্রতিমা দর্শনের ক্ষেত্রে গ্রাম-গঞ্জ থেকে যানবাহন নিয়ে যারা আসবেন তাদের জন্য তিনটি জায়গায় পার্কিংজোন করা হচ্ছে । তার মধ্যে একটি হলো মালদা কলেজ মাঠ দ্বিতীয়টি হল পল্লীশ্রী ময়দান ও অপরটি হচ্ছে রবীন্দ্র ভবন এলাকা।

আরও পড়ুনঃ চেক প্রদান, পুজোর গাইড ম্যাপ উদ্বোধন ইসলামপুর পুলিশ জেলার

শহরের বিভিন্ন এলাকায় কোথায় কোথায় ড্রপগেট গুলি থাকবে। নজরদারির ক্ষেত্রে পুলিশ কি ধরনের ব্যবস্থা নিতে চলেছে ওই গাইডম্যাপে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড চালু হয়ে যাওয়াতে শহরের যানজট ব্যবস্থা অনেকটাই কমে যাবে বলে মনে করেছে জেলা পুলিশ কর্তারা।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, পুজোর ষষ্ঠী থেকে নবমী দুপুর ৩ টা থেকে রাত ২টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল শহরে বন্ধ থাকবে।

এছাড়াও পূজোর মধ্যে বাইপাস রোড চালু হয়ে যাওয়াতে যানজট সমস্যা অনেকটাই মিটে যাবে। ওই রোডে গাড়ি পার্কিং করা যেতে পারে। সেখান থেকে দর্শনার্থীরা বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা দর্শন করতে পারবেন ।

দর্শনার্থীদের জন্য পুলিশের স্পেশাল কিছু টিম থাকবে । যারা বিভিন্ন ক্ষেত্রে নজরদারি চালাবে। পুজো যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here