তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা শাসকের দফতর কর্নজোড়ায় রাজ্যসরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের গুরুত্ব জনসাধারণকে বোঝাতে একটি পথ নাটিকার আয়োজন করা হয়।
পথনাটিকা দেখতে জেলা শাসকের দফতরের সামনে প্রচুর মানুষের ভিড় হয়। পথ নাটিকা দেখে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা পথনাটিকার শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।
উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ছাড়াও অতিরিক্ত জেলা শাসক, জেলার নোডাল অফিসার শুভ্রজিৎ গুপ্ত, উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক রানা দেবদাস ও জেলা শাসকের দফতরের অধিকারিকগন। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা পথনাটিকা
অনুষ্ঠানে চার জন ব্যক্তিকে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তুলে দেন। জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন উত্তর দিনাজপুর জেলায় ইতিমধ্যেই পাঁচ হাজার উপভোক্তাকে এক কোটি তিরানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই সারা জেলায় এই পথনাটিকার ব্যবস্থা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584