শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা সংক্রমণ রোধে প্রাথমিক ভাবে হাইড্রক্সি ক্লোরোকুইন ভাল কাজ দিচ্ছে মত অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনেক করোনা রোগী এই ওষুধ প্রয়োগের ফলে সুস্থও হয়েছেন । কিন্তু এই ওষুধ বিশ্বে সর্বসম্মতভাবে এখনও করোনার প্রতিষেধক হিসেবে স্বীকৃত হয়নি। তাই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার নিয়ে চিকিৎসক মহলে জরুরি পরামর্শ দিল স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতরের পরামর্শে বলা হয়েছে, করোনা আক্রান্তদের যাঁরা চিকিত্সা করছেন, সেই চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত ডোজে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ রাজ্যে চিহ্নিত ১০ হটস্পট, ত্রিস্তর নিরাপত্তা বলয়ে ঘিরে র্যাপিড টেস্টের ঘোষণা
করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা যাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তাঁদেরও ওই ওষুধ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেওয়া যাবে। আইসিএমআর এর পরামর্শ মেনেই স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্ত।
কাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না তাও উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের পরামর্শে। বলা হয়েছে, রেটিনাপ্যাথি যাঁদের আছে বা যাঁদের হাইড্রক্সি ক্লোরোকুইন-এ অ্যালার্জি আছে, তাঁদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584