নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিধানসভা নির্বাচন ২০২১ -এর নির্ঘণ্ট জারি হয়েছে। বাংলার মোট ৮ দফা ভোটের মধ্যে মুর্শিদাবাদ জেলায় দুটি পর্যায়ে হতে চলেছে ভোট। দুটি পর্যায়ে আগামী ২৬ ও ২৯ এ এপ্রিল ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে এই জেলায়। এই প্রসঙ্গে আজ প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদের জেলাশাসক শরদ ত্রিবেদী। কোভিড পরিস্থিতির জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। নতুন করে আর্মস লাইসেন্স দেওয়া হবেনা বলে জানান জেলা শাসক।
২৬ ও ২৯ তারিখ জেলার ভোট। আর সেই ভোটের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন ঘোষণা হয়েছে ৭ ই এপ্রিল। প্রত্যাহারের দিন ঘোষণা হয়েছে ১২ ই এপ্রিল। এবছর জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫৪লক্ষ ৮৯হাজার ৪৯২, যার মধ্যে পুরুষ ২৭লক্ষ ৮৩হাজার ৬০০ এবং মহিলা ভোটার ২৭লক্ষ ৫হাজার ৭৮১, অন্যান্য ১১১ জন।
আরও পড়ুনঃ জেনে নিন বাংলার ভোট গ্রহণের কান্ডারী অফিসারদের প্রেক্ষাপট
তিনি জানান পর্যাপ্ত পরিমাণ বাহিনী থাকবে বুথে। এখনও পর্যন্ত জেলায় ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। যত দ্রুত সম্ভব যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের বাড়িতে নির্বাচন কমিশনের লোক যাবে যাতে তাদের কোন অসুবিধা না হয় সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা শাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584