নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস ক্রিম ইউনিট তাদের সমস্ত অফিসার নিয়ে আয়োজন করল তামাক ব্যবহার নিয়ে একটি প্রশিক্ষণ শিবির।
হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে এই উদ্যোগের কারিগরী সহায়তা প্রদান করল সম্বন্ধ সম বন্ধ হেলথ ফাউন্ডেশন। ওই প্রশিক্ষণ শিবিরে ৩০০ টি এম এস এস ইউনিট থেকে প্রোগ্রাম অফিসার পড়ুয়া স্বেচ্ছাসেবকেরা অংশগ্রহণ করেছিলেন।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এন এ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডক্টর তপন কুমার দে প্রশিক্ষণ শিবিরের পরিচালনা করেন।প্রশিক্ষণ শিবিরে তামাকের বিভিন্ন ক্ষতিকর প্রভাব ক্যান্সার প্রতিরোধে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং বাস্তব করাই ছিল এ অনুষ্ঠানের উদ্দেশ্য।
আরও পড়ুনঃ প্রশাসনের উদ্যোগে সংযোগ কর্মসূচি কোচবিহারে
প্রশিক্ষণ শিবিরে প্রোগ্রাম অফিসার এবং ছাত্রছাত্রীরা তামাক বিরোধী শপথ গ্রহণ করেন এবং অন্যদেরকেও তামাকের মত ক্ষতিকর নেশা থেকে দূরে থাকার জন্য প্রতিজ্ঞা নেন।
তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা ছাড়াও কি করে ক্যান্সার আটকানো যায় এবং তামাক বিরোধী আইন করে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যায় এ বিষয়ে তাদের বিস্তারিত অবহিত করা হয়।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গা কলেজে একুশ স্মরণে কবিতা উৎসব
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতিকারক হাত থেকে বাঁচানোর জন্য এটি একটি অসাধারণ উদ্যোগ।
আমরা আশা রাখি যুবসম্প্রদায় অবশ্যই তামাক বিরোধী কার্যক্রমে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়বে এবং সমাজকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে নিয়ে যাবে। যেকোনো রকম তামাকের হাতছানিকে না বলতে পেরে আমাদের ছাত্র এবং যুবসমাজের গর্ব বোধ করা উচিত।
সম বন্ধ হেলথ ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার ডক্টর সমিল রাস তোগী পশ্চিমবঙ্গে ২.২৮ কোটি মানুষ কোন না কোনভাবে তামাক ব্যবহার করে থাকে।
প্রতিবছর পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ৫৩,০০০ জন মানুষ তামাক ব্যবহার জনিত কারণে মারা যায়। দুই কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন এবং প্রতিদিন তামাক ব্যবহার শুরু করে ৪৩৮ জন শিশু।
তাই যুব সম্প্রদায়ের মধ্যে তামাক ব্যবহার নিয়ে প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে যুবকদের তামাক নিয়ে এবং তামাকের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে প্রচারের জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584