নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বুধবার থেকে ড্রাগন ফলের নতুন পরিচিতি হলো ‘কমলম’। গুজরাট সরকার ড্রাগন ফ্রুটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করল ‘কমলম’। কিন্তু কেন এই নাম পরিবর্তন! গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন যে, রাজ্য সরকার ড্রাগন ফলের নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। এই ফলের সাথে চেহারায় পদ্মফুলের সাথে অনেকটা সাদৃশ্য রয়েছে, এবং নামের মধ্যে ‘ড্রাগন’ শব্দের সঙ্গে চিনের যোগ রয়েছে। তাই এই নাম পরিবর্তন।
গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, সংস্কৃত ভাষায় ‘কমলম’ শব্দের অর্থ পদ্মফুল। সম্প্রতি ড্রাগন ফলের চাষ অত্যন্ত জনপ্রিয় হয়েছে। অনন্য চেহারা,স্বাদ এবং পুষ্টিগুণে ভরপুর ফলটি প্রধানত গ্রীষ্ম প্রধান অঞ্চলে চাষ হয়।
আরও পড়ুনঃ হাওড়া-কালকা মেলের নাম নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের
উল্লেখ্য, যে কোন জিনিসের নাম পরিবর্তনে বিজেপি শাসিত রাজ্যগুলির একটি উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্যনীয়। মাঝেমধ্যেই পুরোনো নামের পরিবর্তন করতে দেখা যায় রাজ্যগুলিতে। তবে গুজরাট সরকারের এই ফলের নামে চীনা যোগসূত্র খুঁজে ‘ড্রাগন ফ্রুট’ থেকে ‘কমলম’ নাম পরিবর্তনে তাজ্জব বনে গিয়েছে গোটা দেশে। এনিয়ে হাসি মস্করাও কম হচ্ছে না সোশ্যাল মিডিয়া জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584