জঙ্গলমহল উৎসব থমকে গেল সাংসদের উপস্থিতিতে, অভিযোগ

0
65

কার্ত্তিক গুহ, ঝাড়গ্রামঃ

বিজেপির সাংসদ জঙ্গলমহল উৎসব প্রাঙ্গণে আসায়, জঙ্গলমহল উৎসব দুপুর ৩ টার পরিবর্তে বিকেল ৪ টার সময় উদ্বোধন করা হয়। অভিযোগ, উৎসব প্রাঙ্গণে সাংসদ উপস্থিত হলে কেউ উনাকে দেখে বসার জন্য বলেননি। উৎসব প্রাঙ্গণ সাংসদ নিজেই ঘুরে দেখেন এবং জঙ্গলমহল উৎসবের মূলমঞ্চের সামনে দর্শক আসনে বসে পড়েন।

BJP MP | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি প্রায় ৩০ মিনিট ধরে বসে থাকেন দর্শক আসনে। দর্শক আসনে বসে চাও খান সাংসদ। প্রায় ৩০ মিনিট বসার পর বিজেপির সাংসদ হঠাৎ করে উঠে চলে যান। তিনি আরও অভিযোগ করে বলেন,”আমি বসে আছি বলে জঙ্গলমহল উৎসব উদ্বোধন করতে পারছে না প্রশাসন। তাই দুপুর ৩ টার জায়গায় এখনো উদ্বোধন হল না।”

Jungalmahal fair | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ঝাড়গ্রামের বিজেপির সাংসদ কুণার হেমব্রম বলেন,”ওনারা উদ্বোধন করতে পারছেন না বা আসতে পারছেন না এই জন্য আমি জঙ্গলমহলের মানুষদের কে অনেক অসুবিধা বা বিভ্রান্তি বা আনন্দটাকে মাটি করতে চাইনা, ওনারা প্রোগ্রাম করুন, ভালো করুন, সুন্দর করুন, আর আমাদের যারা ভাই বোনেরা আজকে এখানে নাচ গান করছেন তারাও সুন্দরভাবে করুক। এই জন্য আমি থাকলে হয়তো প্রশাসনের অসুবিধা হচ্ছে, মন্ত্রীদের অসুবিধা হচ্ছে, ওনারা আসতে পারছেন না এই জন্য আমি জায়গাটাকে ছেড়ে দিচ্ছি।”

আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের ৩৩০ টাকা মজুরি করার প্রতিশ্রুতি সায়ন্তনের

আপনাকে ডাকা হয়েছিল? সাংসদ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, না আমাকে ডাকা হয়নি। আমি তো বলছি পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কী প্রোটোকল মানা হচ্ছে? প্রোটোকল মানা হলে মিনিমাম একটা সৌজন্যবোধ থাকতো। এই জঙ্গলমহলের মানুষের জন্য মেলা হচ্ছে, খেলা হচ্ছে, আর জঙ্গলমহলের যে প্রতিনিধি, আমি তো ফিফটি পার্সেন্ট প্লাসে প্রতিনিধি, মানে আমাকে অসম্মান করা হচ্ছে। আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না মানে জঙ্গলমহলের মানুষদেরকে অবজ্ঞা করা হচ্ছে।”

আরও পড়ুনঃ পুরপ্রশাসকে আপত্তি অধীরের! নির্বাচন কমিশনে অভিযোগ

রাজ্যস্তরীয় মেলায় মানুষের অংশগ্রহণ দেখলেন? প্রশ্ন করা হলে উনি বলেন, আপনারা এতক্ষণ ধরে ঘুরছেন যে যার মতো নাচ করছে। কারো সাথে না কারো সাথে মিল আছে, না কোনো মানে সিস্টেম আছে নাচ করে খাওয়ার দাওয়া করে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জীর উন্নয়ন আর আমাদের আদিবাসীদের ভোলাবার একটাই রাস্তা। তিনি দর্শক প্রসঙ্গে বলেন, কোথায়!আপনারা তো দেখছেন তো, সবাই যে যার নাচ নিয়ে ব্যস্ত।

ঝাড়গ্রামের সাংসদ জঙ্গলমহল উৎসব থেকে ফিরে গেলেন তাকে ডাকা হয়নি এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি জঙ্গলমহল উৎসবের আয়োজক নয় আমি আমন্ত্রিত, আমি বলতে পারব না।

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এবং পশ্চিমাঞ্চল বিষয়ক দফতরের যৌথ ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম শহরের ননীবালা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এবছর অনুষ্ঠিত হয়েছে সপ্তম রাজ্যস্তরীয় জঙ্গলমহল উৎসব। এই উৎসব চলবে আগামী ২৮ তারিখ পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here