ওয়েব ডেস্ক,নিউজ ফ্রন্ট:
গুজরাটে সবজি বিক্রেতাদের ভ্যান উল্টে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে বিতর্ক থামাতে শেষ পর্যন্ত আসরে নামতে হল গুজরাট ডিজিপি শিবানন্দ ঝাঁ’কে।
Essential supplies! https://t.co/J23FAMWOwZ
— Kannan Gopinathan (@naukarshah) March 31, 2020
দেশব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে লকডাউনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় পুলিশকর্মীরা সবজি বিক্রেতা দের সবজি ভর্তি ভ্যান একে একে উল্টে দিচ্ছে।
Gujarat DGP Shivanand Jha on viral video of a policeman upturning a vegetable vendor's cart in Ahmedabad: This kind of behavior is unacceptable who ever it maybe. You have to be little sensitive especially with poor who are selling vegetables which is an essential need. pic.twitter.com/EWpE7awObJ
— ANI (@ANI) March 31, 2020
লকডাউনে ছাড় দেওয়া হয়েছে জরুরী পরিষেবা গুলোকে। যার মধ্যে খাদ্যদ্রব্য বিক্রি অন্যতম ।তাই আমেদাবাদের এই ভিডিও সামনে আসতেই ডিজিপি শিবানন্দ ঝাঁ মন্তব্য করেন,”এ কাজ যেই করুক সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। অবশ্যই আপনাদের একটু মানবিক হওয়া উচিত ছিল কারণ গরিব সবজি বিক্রেতারা সবজি বিক্রি করছিল, যেটা জরুরী পরিষেবার মধ্যে পড়ে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584