ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
তিনি ছাড়া পেলে তার শিষ্যরা দেখা করার জন্য ভিড় জমাতে পারেন। তাতে করোনা পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে-এই কারণেই বুধবার গুজরাট উচ্চ আদালত স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর জামিন নামঞ্জুর করল।
সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে তিনি বয়সজনিত কারণে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ব্যক্ত করে আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন।
সাম্প্রতিক সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে কম দোষে দুষ্ট অপরাধীদের প্যারোলে জামিনের নির্দেশ দেন যাতে করে দেশের জেলখানাগুলোয় করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে।
আবেদনে উল্লেখ করা ছিল যে দেশব্যাপী ও দেশের বাইরে তার অগণিত ভক্ত। বিচারপতি সেই ঘোষণার ভিত্তিতেই তার জামিনের আবেদন নামঞ্জুর করেন, এই বলে যে তাকে যদি এই পরিস্থিতিতে জামিন দেওয়া হয় তাহলে তার অগণিত ভক্তরা তাকে দেখা করার জন্য জমায়েত হবে। তাতে করোনা পরিস্থিতি আরও বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও বিচারপতি মন্তব্য করেন যে রাজস্থান সরকার জেলগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে যথেষ্ট সচেতন। তাই তিনি যোধপুরের যে জেলে বন্দী রয়েছেন সেখানে করোনা ভাইরাস ছড়ানোর সেরকম সম্ভাবনা নেই।
৮৪ বছর বয়সী আশারাম বাপু বর্তমানে ধর্ষণের আসামী হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড দন্ডিত হয়ে যোধপুর জেলে বন্দী আছেন।তার বিরুদ্ধে অন্য একটি মামলাতেও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:পিএম কেয়ার্স তহবিলকে তথ্য জানার অধিকার আইনের আওতায় আনার দাবিতে মামলা
গত মার্চ মাসেও এই স্বঘোষিত ধর্মগুরু নভেল করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা ছাড়াও বেশ কিছু অসুখে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে গুজরাট উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু তখনও তার আবেদন খারিজ হয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584