নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সমগ্র বিশ্বে মহামারির রূপ নিয়ে এসেছিল করোনা। এই ভাইরাসের হাত থেকে রেহাই পায়নি ভারতও। মোদী-শাহের রাজ্য গুজরাটে করোনা অতিমারীর চিত্রটা ছিল আরও করুণ।
অন্ন সুরক্ষা অধিকার অভিযান-এর তরফে যে সমীক্ষা করা হয় সেখানে দেখা গিয়েছে, দারিদ্রসীমার নীচে থাকা বেশ কিছু পরিবার জানিয়েছে করোনা অতিমারীর সময়ে খাওয়ারের অভাবে তাঁরা অভুক্ত থেকেছেন। সেই হার প্রায় ২০.৬ শতাংশ। অন্যদিকে ২১.৮ শতাংশ জানিয়েছেন তাঁদের একবেলাও খাওয়ার জোটেনি।
আরও পড়ুনঃ ত্রিশ সালের মধ্যে চরম দারিদ্র্যের মুখোমুখি দু’শো মিলিয়ন দাবি সমীক্ষায়
সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় ৩৮ শতাংশ চাল ডাল খাওয়া কমিয়ে দিয়েছে। ৪০.৭ শতাংশ জানিয়েছে তাঁরা গম-জোয়ার-বাজরা-ডাল ইত্যাদি এখন আর খাচ্ছেন না। ৫৭.৬ শতাংশ জানিয়েছেন শাকসবজি খাওয়া কমিয়ে দিয়েছেন তাঁরা। এদের মধ্যে বেশিরভাগই পিছিয়ে পড়া শ্রেণি এবং দারিদ্রসীমার নীচে অবস্থানকারী।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের নতুন তথ্যভাণ্ডার তৈরি করছে কেন্দ্র
পেটে ক্ষিদের জ্বালা নিয়েই অতিমারীতে রাতের পর রাত কাটিয়েছেন সেই সকল পরিবারের সদস্যরা। সেপ্টেম্বর ও অক্টোবরে আমেদাবাদ, আনন্দ, ভারুচ, ভাবনগর, দহোদ, মোড়বি, নর্মদা, পাঁচমহল-সহ নয়টি জেলার পরিবারগুলিতে মানুষের খাদ্য সুরক্ষা এবং পুষ্টির উপর লকডাউনের প্রভাব কতটা পড়েছে তা সমীক্ষা করে দেখা হয়েছিল। সেই সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে পরিবারের ব্যবহারগুলি হ্রাস পেয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584