ওয়েব ডেস্ক, ওয়াঘদিয়াঃ
গুজরাটের ওয়াঘদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধু শ্রীবাস্তব, সদ্য সেরে উঠেছেন করোনা সংক্রমণ থেকে। গুজরাওয়াদি এলাকার এক হনুমান মন্দিরে পূজার আয়োজন করেন। ওই পুজোর ভিডিওতে উদ্দাম নাচতে দেখা যায় বিধায়ককে তাঁর সাঙ্গপাঙ্গ সহযোগে।
যেখানে বিধায়ক ও তাঁর সংগীদের অনেকেরই মাস্ক নেই, বালাই নেই সামাজিক দূরত্ববিধিরও। ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। তিন মিনিটের ভিডিওতে দেখা যায় বিধায়ক মধু শ্রীবাস্তব ভজনের সাথে নেচে চলেছেন একটি গানের দল ও তাঁর সঙ্গী সাথীদের সাথে।
Gujarat BJP MLA, who recovered from Covid, dances inside temple without mask pic.twitter.com/noLOpmDQ31
— The Indian Express (@IndianExpress) September 20, 2020
বিশাল জমায়েতের মধ্যে মাত্র দুজনের মুখে মাস্ক দেখা যায়।এমনকি মন্দিরের যিনি পুরোহিত তাঁর ও মাস্কের বালাই নেই সামাজিক দূরত্বের তো প্রশ্নই ওঠেনা।
আরও পড়ুনঃ ভয়ঙ্কর অসাম্যের মুখোমুখি হবে বিশ্ব অর্থনীতিঃ কারমেন রেইনহার্ট
মধু শ্রীবাস্তবের সহযোগী কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পরই আগস্ট মাসের শেষে বিধায়কের টেস্ট হয়, ফল আসে পজিটিভ তিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন, সদ্যই ছাড়া পেয়েছেন। নিয়ম মত এখন তাঁর কোয়ারেন্টাইন থাকার কথা।
আরও পড়ুনঃ কর্মী ছাঁটাইয়ে লাগবে না সরকারের অনুমোদন
ভিডিও ভাইরাল হওয়ার পর স্বাভাবিক ভাবেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। উত্তরে জানিয়েছেন, প্রথমত, মন্দিরের ভেতরে মাস্ক পরার কোনো প্রয়োজন হয়না, দ্বিতীয়ত এই মন্দির তাঁর নিজের সম্পত্তি এবং দীর্ঘদিন ধরেই তিনি এই মন্দিরে ভজন কীর্তন করে থাকেন।
বিজেপির অন্যান্য উচ্চস্তরের নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। এক বিজেপি কর্মী অবশ্য জানিয়েছেন মধু ভাই এরকমই মানুষ। ওনার সাথে আমরা কথা বলবো তবে ওনার মেজাজ মর্জি পাল্টানোর আশা বোধহয় দলীয় কর্মীরাও করেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584