নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে আয়ুস্মান খুরানা এবং অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘গুলাবো সিতাবো’। ছবির পরিচালক সুজিত সরকার। চিত্রনাট্যকার জুহি চতুর্বেদি। এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু পরিস্থিতি গেল হঠাতই পাল্টে। প্রয়াত রাজীব আগারওয়ালের ছেলে আকিরা আগারওয়ালের অভিযোগ- তিনি চিত্রনাট্যকারদের সমিতি এবং গীতিকারদের ট্রেড ইউনিয়ন ‘চিত্রনাট্য সমিতি’ (এসডাব্লুএ) দ্বারা প্রচারিত ‘সিনেস্টান ইন্ডিয়ান স্টোরিলেটার স্ক্রিপ্ট কনটেস্ট’ নামে একটি প্রতিযোগিতায় তাঁর গল্প জমা দিয়েছিলেন, ভারতীয় ফিল্ম, টিভি এবং ডিজিটাল মিডিয়ার জন্য। সেই গল্প থেকেই নাকি গড়ে উঠেছে ‘গুলাবো সিতাবো’ ছবিটি।
এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান ছবির কাহিনিকার জুহি চতুর্বেদি। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৭ সালে, তিনি একটি বুদ্ধিমান বৃদ্ধের ধারণা মিঃ বচ্চনের সঙ্গে ভাগ করেন। অভিনেতা এই ধারণাটি পছন্দ করেন এবং তারপরে তাঁকে এটি নিয়ে এগোতে বলেন। এরপর ২০১৮-র মে মাসে তা নিবন্ধভুক্ত করা হয়। জুহি কখনও অনুমিত অনুলিপি স্ক্রিপ্টের একটি অনুলিপিও পাননি। আনজুম রাজাবলি এবং এস ডাব্লু এ স্বতন্ত্রভাবে জুহির পক্ষে রায় দিয়েছে।
জুহি চতুর্বেদি বলেন- “আমার বিবেক পরিষ্কার এবং তাই এই বিষয়ে ঘটনা। ‘গুলাবো সিতাবো’ আমারই কাজ এবং এটি নিয়ে আমি গর্বিত। আমি ২০১৭ সালে ছবিটির পরিচালক এবং প্রধান অভিনেতার সঙ্গে এই ধারণাটি ভাগ করে নিয়েছিলাম। পরে আমি ২০১৮ সালের মে মাসে ছবিটির খসড়া নিবন্ধভুক্ত করেছি সিনেস্টানের প্রতিযোগিতার জন্য জুরি সদস্য হিসাবে। ওই সময়ে তথাকথিত লঙ্ঘিত লিপিটিতে আমার অ্যাক্সেস ছিল না। এই ঘটনাটিও সিনেস্টান স্বতন্ত্রভাবে নিশ্চিত করেছে। এমনকী এস ডাব্লু এ, যিনি ২০২০ সালের মে মাসে এই বিবাদের দিকে নজর রেখেছিলেন। তাঁরা আমার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি এখন সংবাদমাধ্যমকে এবং জনসাধারণকে অনুরোধ করছি যে, তাঁরা যেন মিথ্যা অভিযোগ দ্বারা বিভ্রান্ত না হন।”
আরও পড়ুনঃ ওটিটি, সিনেমা হল দুটি শিবির নয়ঃ অর্ঘদীপ চ্যাটার্জি
সিনিস্টিয়ান স্ক্রিপ্ট কনটেস্টের জুরি চেয়ারম্যান অঞ্জুম রাজাবলীর বিবৃতি অনুযায়ী- “এটা আমাদের নজরে এসে গেছে যে অভিযোগের বিষয়ে মূলধারার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কিছু রিপোর্ট বেরিয়েছে যে খুব শীঘ্রই প্রমাণিত হবে যে ‘গুলাবো সিতাবো’ ছবির চিত্রনাট্যকার জুহি চতুর্বেদি প্রয়াত রাজীব আগরওয়ালের রচিত ‘১৬, মোহনদাস লেন’ লিপিটি চুরি করেছেন। যদিও এটি সত্য যে ‘১৬, মোহনদাস লেন’ সিনেস্টান-এ ভারতের গল্পকারদের স্ক্রিপ্ট প্রতিযোগিতার প্রথম সংস্করণে জমা দেওয়া হয়, যার মধ্যে জুহি চতুর্বেদি একজন জুরি সদস্য ছিলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই বিশেষ স্ক্রিপ্টটিতে তাঁর পুরোপুরিভাবে কোনও প্রবেশাধিকার ছিল না।”
রাইজিং সান ফিল্মসের প্রযোজক রনি লাহিড়ী বলেছেন- “স্পষ্টতই এস ডাব্লু এ’র সিদ্ধান্ত তাদের পক্ষে না যাওয়ায় অ্যালিজাররা মন খারাপ করেছে। প্রেসে নোটিশ প্রকাশ করা, সোশ্যাল মিডিয়ায় জুহি এবং ‘গুলাবো সিতাবো’র প্রযোজকদের হয়রানি করা, জুহিকে হতাশ করার এবং ছবিটির ক্ষতি করার ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এই সময়ে, আমরা ওটিটিতে ছবিটি মুক্তির সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই ভিত্তিহীন অভিযোগগুলি কেবল অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584