‘গুলদাস্তা’য় বাজবে সৌম্য ঋতের সুর

0
84

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অর্জুন দত্ত পরিচালিত বাংলা ছবি ‘গুলদাস্তা’র কোরিয়োগ্রাফারকে চিনেছেন পাঠক। কিন্তু জানেন কি এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কে? ভনিতা না করেই নামটা লিখি, তিনি সৌম্য ঋত। তিনি একাধারে সংগীত পরিচালক অন্যদিকে গায়ক, গীতিকার ও সুরকার।

three actress | newsfront.co
অর্পিতা চ্যাটার্জি, দেবযানী চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি

ঋত জানান তাঁর প্রথম ভালোবাসা তবলা, দ্বিতীয় গিটার। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক নিয়ে পড়াশুনা তাঁর।

আরও পড়ুনঃ সব রিপোর্ট সন্তোষজনক, সুস্থ আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

ইতিমধ্যেই ঋতের ফ্যান-ফলোয়ার সাড়া জাগানো। ২০০৬ থেকেই সৌম্য ঋতের জার্নি শুরু। হালকা চালের গান থেকে ক্লাসিক্যাল, সবেতেই সমান সাবলীল তিনি।

swastika | newsfront.co

music director | newsfront.co
সৌম্য ঋত। সঙ্গীত পরিচালক
movie director | newsfront.co
অর্জুন দত্ত। পরিচালক

অব্যক্ত, সহবাসে, গুলদস্তা, শ্রীমতী’ -র মতো সব বিগ ব্যানারের ছবির সংগীত পরিচালক ঋত। ঋত ও তাঁর ব্যান্ড ‘প্রতিশ্রুতি’র প্রথম অ্যালবাম ‘ঝড়’ মুক্তি পায় ২২ অগাস্ট, ২০১১ সালে। এছাড়াও ‘আমি নিজের মতো ভাবব’ ঋতের দ্বিতীয় অ্যালবাম। সেটি মুক্তি পায় ২০১৭-র ফেব্রুয়ারিতে।

আরও পড়ুনঃ দুটি শালিকের মেলা-না মেলার গল্প ‘দুই শালিক’

new actress | newsfront.co

এখন পুরোপুরি সুরেই ডুবে থাকেন ঋত। সুর, কথা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা আর কনসার্ট নিয়েই ব্যস্ত সৌম্য ঋত। সৌম্য ঋতের সুরের জাদুর স্বাদ নিতে হলে দেখতেই হবে ‘গুলদাস্তা’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here