নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সমসাময়িক পরিস্থিতিতে একপ্রকার স্তব্ধ জনজীবন। বন্ধ শুটিং, বন্ধ সিনেমা হল, বন্ধ শপিং মল। এহেন বন্ধ আরও অনেককিছু। হাজারো নির্দেশিকায় টলমল সাধারণ নাগরিকজীবন। উদ্দেশ্য, সুস্থ থাকা।
এমন অবস্থায় আটকে গেলো রূপ প্রোডাকশন প্রযোজিত অর্জুন দত্ত পরিচালিত বাংলা ছবি ‘গুলদাস্তা’র রিলিজ। COVID-19 -এর কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
আরও পড়ুনঃ অ্যামাজন প্রাইম ভিডিও-তে এবার দক্ষিণ কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’
কবে প্রেক্ষাগৃহে ছবিটি আনা হবে তা জানা যাবে ৩ এপ্রিলের পর। এমনটাও জানিয়েছে প্রযোজনা সংস্থা। এমনকী, ৩ এপ্রিল অবধি বাইরের কোনও প্রোমোশনও হবে না এই ছবির জন্য। আপাতত অপেক্ষা শুভদিনের।
এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দেবযানী চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, ইশান মজুমদার, অভিজিৎ গুহ, অনুভব কাঞ্জিলাল সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584