মনিরুল হক, কোচবিহারঃ
বন্দুক হাতে তৃনমূলের মহিলা প্রধানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল কোচবিহারে।কিছু দিন আগে দিনহাটার আটিয়াবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের এক নেতার কারবাইন হাতে ছবি ভাইরাল হওয়ায় জেলা জুড়ে শোরগোল পরে। সদ্য প্রধানের দায়িত্ব নেওয়া তৃণমূল নেত্রী আলোনা ইয়াসমিনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।তা নিয়ে শুরু হয় শোরগোল।ছবিতে দেখা যাচ্ছে,ওই নেত্রী হাতে একটি বন্দুক নিয়ে তা উপরের দিকে তাক করে রয়েছেন।তিনি কোথায় পেলেন এই বন্দুক?কার দিকেই বা তাক করে রয়েছেন? তার উপর আবার মহিলা নেত্রী।
পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহারে আগ্নেয়াস্ত্র নিয়ে একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। কোথাও তৃণমূল কর্মী খুন হয়েছেন।কোথাও তৃণমূলের গোষ্ঠী লড়াইয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অভিযোগ উঠেছে। পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে একাধিক।দিন কয়েক আগেই ‘স্টেনগান’ হাতে তৃণমূলের দিনহাটার আটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী নরেশ বর্মণের ছবি প্রকাশ্যে আসে।ওই ব্যক্তির খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ।তার পরে ফের এক সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানের হাতে বন্দুকের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে,ওই গানের জন্য কোনও লাইসেন্সের প্রয়োজন হয় না।তবে তা রেজিস্ট্রেশন করাতে হয়।সোশ্যাল মিডিয়ায় যে তৃনমূল কর্মী ওই ছবি পোষ্ট করেছেন সেই আমিনুর রহমান জানান,এই এলাকায় প্রতি বছর ঘোড়দৌড়ের মেলা বসে।গতবছর ওই মেলায় ‘বন্দুক দিয়ে বেলুন ফাটানোর একটি দোকান বসেছিল। তাঁরও দোকান রয়েছে বাজারে।তিনি আরও বলেন, “একদিন দুপুরে গাছের একটি শুকনো ডালকে তাক করি। সেখানে আলোনা ইয়াসমিন ছিল। উৎসাহের বশে তিনিও সেটি তাক করেছিলেন। সে সময় বেশ কিছু ছবি তোলা হয়।সেই ছবি সামনে পেয়ে পোস্ট করি।সেটা নিয়ে এত হইচই হবে ভাবিনি।”
ওই তৃনমূল নেত্রী তথা হয়।কোচবিহার ১ নং ব্লকের পুটিমারি-ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের প্রধানের আলোয়ানা ইয়াসামিন বলেন,“ ছবিটি দুই বছর আগের তোলা।সেদিন আমি কর্মীদের সঙ্গেই ছিলাম।সবাই মিলে মজা করছিলাম।সে সময় বেলুন ফাটানো বন্দুকটি পেয়ে একটি গাছের ডালে তাক করেছিলাম।পুরানো সেই ছবিটি আমিনুর ভাই পোষ্ট করেছে এতে খারাপের কি আছে? আর এত হইচই এর কি আছে?”
আরও পড়ুনঃ পরিযায়ী পাখিদের নিরাপত্তা ব্যতীত কেন্দুয়া আকর্ষণ হারাবে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584