বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
সামনেই লোকসভা নির্বাচন।আর তার আগেই কিছুটা হলেও স্বস্তিতে বিজেপি। গোপন ডেরা থেকে বিমল গুরুঙ্গ বার্তা দেন যে ২০০৯ ও ২০১৪ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোর্চার সমর্থনে জেতেন বিজেপি।প্রথমবার যশোবন্ত সিনহা এবং দ্বিতীয়বার সুরিন্দর সিং আলুওয়ালিয়া দার্জিলিং কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।আর এই জয়ের মুখ্য ভূমিকা নিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা।২০১৪ সালে বিজেপি আশ্বাস দিয়েছিল যে গোর্খাল্যান্ড দাবিকে বিবেচনা করে দেখবে। তাই এখনও বিজেপির উপরেই আস্থা রয়েছে গুরুঙের।
আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষেই আছেন।অপরদিকে এবার মোর্চার বিনয় তামাং গোষ্ঠী তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে। তাই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই অবস্থায় নিজের অনুগামীদের প্রস্তুত থাকার বার্তা দিলেন বিমল গুরুং। এদিকে বিনয় শিবিরও লোকসভা ভোট নিয়ে তৎপরতা শুরু করেছে। চলতি মাসের ২৭ তারিখে দার্জিলিঙের চৌরাস্তায় গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী শিবির একটি সভার আয়োজন করেছে।অন্যদিকে বিমল গুরুঙ্গ বার্তা দেন যে যতই বাধাবিপত্তি আসুক না কেন গোর্খাদের জন্য তাঁর লড়াই জারি থাকবে। এবং শেষমুহূর্ত পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন।
আরও পড়ুনঃ দাড়িভিটে বিজেপির রথযাত্রীদের রাত্রিবাসের আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584