সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব বর্ধমান জেলার গুসকরা রটন্তী পুজোয় ব্যাপক ভিড়। রটন্তী কালী পূজা উপলক্ষে প্রতিবছর মেলার আয়োজন করা হয়। এবারের মেলার দায়িত্ব প্রশাসনের হাতে। রটন্তী কালীর ইতিহাস জানাতে গিয়ে গুসকরার বাসিন্দা সৈকত ভট্টাচার্য্য বলেন, এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল রতনেশ্বর নামক এক সিদ্ধ তান্ত্রিকের হাতে৷ তার সমাধিক্ষেত্র রয়েছে মন্দিরের উত্তর দিকে৷ গর্ভগৃহের পঞ্চমুণ্ডির আসনের উপর উঁচু বেদিতে মা রটন্তী শিবের বুকের উপর দাঁড়িয়ে৷ দেবী চতুর্ভুজা৷ পুজোর পরেই মা বিসর্জিতা হন পাশের কুনুর নদীতে৷ বিসর্জিতা মায়ের গা থেকে মাটি ধুয়ে যাওয়ার পর কাঠামোটি আনা হয় মন্দিরে৷
সৈকতবাবু বলেন, গুসকরায় সেইভাবে উৎসব প্রায় নেই বললেই চলে। কিন্তু রটন্তি মেলা একটি জনপ্রিয় পুজো এবং উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে আসেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584