করোনা মোকাবিলায় দুঃস্থদের সাহায্য ও ত্রাণ তহবিলে দান

0
43

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

কেউ চাল-ডাল দিয়ে দুঃস্থ মানুষজনকে সাহায্য করছেন, কেউ রান্না করা খাবার দিয়ে সাহায্য করছেন। কেউ বা সরাসরি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে সাধ্যমত টাকা দিচ্ছেন।

check distributed | newsfront.co
চেক প্রদান। নিজস্ব চিত্র

এই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়।বর্ধমান ১ নম্বর ব্লক কিতাকামার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাকেন্দ্র স্থানীয় মানুষজনের কাছে পৌঁছে দিলো খাদ্যদ্রব্য।প্রায় তিনশো মানুষকে চাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, নুন ও সাবান দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মেন্দাবাড়ির কালচিনি সরকারি হিন্দি হাই স্কুলে চলছে কোয়ারেন্টাইন সেণ্টারের কাজ

বর্ধমান সদর শহরের কাঞ্চননগর হিন্দু মিলন মন্দির এর তরফেও ৫০০ পরিবারে সাবান ও বিলি করা হয়েছে। এছাড়া ১০০ পরিবারকে চাল, আলু, হলুদ, সরষের তেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গুসকার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবীর কুমার মণ্ডল ব্যক্তিগত ভাবে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কুড়ি হাজার টাকা দান করেন। টাকার চেক আউশগ্রাম ১ ব্লকের বিডিও-এর হাতে তুলে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here