সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
কেউ চাল-ডাল দিয়ে দুঃস্থ মানুষজনকে সাহায্য করছেন, কেউ রান্না করা খাবার দিয়ে সাহায্য করছেন। কেউ বা সরাসরি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে সাধ্যমত টাকা দিচ্ছেন।
এই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়।বর্ধমান ১ নম্বর ব্লক কিতাকামার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাকেন্দ্র স্থানীয় মানুষজনের কাছে পৌঁছে দিলো খাদ্যদ্রব্য।প্রায় তিনশো মানুষকে চাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, নুন ও সাবান দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মেন্দাবাড়ির কালচিনি সরকারি হিন্দি হাই স্কুলে চলছে কোয়ারেন্টাইন সেণ্টারের কাজ
বর্ধমান সদর শহরের কাঞ্চননগর হিন্দু মিলন মন্দির এর তরফেও ৫০০ পরিবারে সাবান ও বিলি করা হয়েছে। এছাড়া ১০০ পরিবারকে চাল, আলু, হলুদ, সরষের তেল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গুসকার ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবীর কুমার মণ্ডল ব্যক্তিগত ভাবে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কুড়ি হাজার টাকা দান করেন। টাকার চেক আউশগ্রাম ১ ব্লকের বিডিও-এর হাতে তুলে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584