পার্থেনিয়ামে ভরছে গুসকরা

0
383

সুদীপ পাল,বর্ধমানঃ

গুসকরা পুরসভার মধ্যে থাকা একটি বড় অংশ পার্থেনিয়াম গাছের ভরে যাচ্ছে।তার মধ্যে আউসগ্রাম ১ ব্লক আবাসনের বাসিন্দাদের অভিযোগ,বছর খানেক আগে এই এলাকায় ব্যাপক সাপের উপদ্রব ছিল।

Guskara filled by the partheniyam tree
ছবিঃপ্রতিবেদক

আগাছা পরিষ্কার করার দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। আবাসন পরিষ্কার করা হয়েছিল কিন্তু ধীরে ধীরে সেই আবাসন চত্বর ভরে গিয়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছে। তাতে ফের বেড়েছে সাপের আনাগোনা।

এই ব্লক চত্বরে প্রায় চল্লিশটির মতো আবাসন রয়েছে।তার মধ্যে ত্রিশটি আবাসনে আবাসিক রাখেন বাকি দশটি আবাসন আপাতত খালি অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা ছাড়াও ব্লক ও পঞ্চায়েত সমিতিতে কাজের জন্য বহু মানুষ এখানে আসেন।পাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শিশু বৃদ্ধ বৃদ্ধা তাঁরা কিন্তু এই বিষাক্ত পার্থেনিয়াম গাছের থেকে নানা আক্রান্ত হতে পারেন।প্রশাসনকে একাধিকবার এই পার্থেনিয়াম গাছ পরিষ্কার করার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু সেরকম কোনো সাড়া মেলেনি।

আরও পড়ুনঃ তল্লাশিতে উদ্ধার কোটি টাকার চোরাই কাঠ,ধৃত ১

ব্লক প্রশাসন সূত্রে জানা যাচ্ছে এই ব্লকটি গুসকরা পুরসভার মধ্যে পড়ে।বিডিও চিত্তজিৎ বসু বলছেন,আবাসন পরিষ্কারের জন্য পুরসভাকে জানানো হয়েছিল এবং পুরসভা সাফাইয়ের আশ্বাস দিয়েছে।পুরসভার নির্বাহী আধিকারিক আকলিমা খাতুন,অতি দ্রুত সাফাইয়ের কথা বলছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here