গোপন পুলিশি হানায় উদ্ধার ৫২ বস্তা গুটখা-আনুষাঙ্গিক যন্ত্রাংশ

0
30

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ গুটখা কারখানায় হানা পুলিশের। উদ্ধার ৫২ বস্তা গুটখা ও গুটখা তৈরির সরঞ্জাম ও মেশিন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের আম্বাদিঘী এলাকায়।

gutka rescue from bodra | newsfront.co
উদ্ধার করা গুটখার বস্তা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আগুন মূল্য পেঁয়াজের, কেনার পরিমাণ কমিয়েছে ক্রেতারা

গোপাল মাজি নামে এক ব্যক্তির পোলট্রি ফার্মে এই কারখানা চলছিল কয়েক মাস ধরে। ডেবরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এবং সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেফতার করে।

ধৃতদের নাম বালাজী পানিগ্রাহী, বাড়ি ওড়িশার বারহামপুরে। অপর একজনের নাম বিনন্দ দাস, বাড়ি নারায়নগড় থানার ধন্নগ্রাহী এলাকায়। ধৃতদের শুক্রবার মেদিনীপুর আদালতে তোলা হবে– পুলিশ সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here