জ্ঞ‍্যান উৎসব ২০১৭এর মহা সমারোহে গ্ৰ‍্যান্ড কুইজ ফেস্টিভ্যাল

0
556

সুদীপ কুমার খাঁড়া,দাঁতন,পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর কূইজ সোসাইটির উদ্যোগে মহা সমারোহে সম্পাদিত হল জেলার প্রথম জ্ঞান -উৎসব। অচেনাকে চেনার ,অজানাকে জানার ও অদেখাকে দেখার অনবদ্য এবং অভিনব এক মহা-আয়োজন ‘গ্র্যান্ড কুইজ ফেস্টিভ্যাল ‘। অনুষ্ঠিত হল দক্ষিণ -পশ্চিম প্রান্তিক শহর দাঁতন -এ ।দুদিন ধরে চলা এই কুইজ উৎসবে প্রথম দিন রাজ্য ব্যাপী ‘প্রিমিয়ার ইন্টার -স্কুল কুইজ’-এ অংশ নিয়েছিল প্রায় ১২৫ টি স্কুলের ২৫০ জন বুদ্ধিযোদ্ধা এবং বহু শিক্ষক-শিক্ষিকা। হাউসফুল দর্শক । তার আগে উৎসবের শুভ উদ্বোধন করেন ‘আনন্দ পুরস্কার ‘ প্রাপ্ত প্রখ্যাত কবি সুধীর দত্ত।এই বর্ণময় ,ছন্দময় সূচনাকালে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী , মাননীয় বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান এবং পরেশ চন্দ্র মুর্মু ,পশ্চিম মেদিনীপুর কুইজ সোসাইটির -প্রধান সম্পাদক হিসেবে সন্তু জানা প্রমুখ । সকলের অনুভবে আত্মপ্রকাশ ঘটে জেলার প্রথম কুইজ -এর কাগজ “কুইজ টাইম” এবং “জ্ঞান উৎসব” স্মরণিকা । প্রকাশিত হয় সন্তু জানার কুইজের বই “সেরা ৬০ ভারতীয় “।অতঃপর স্কুল কুইজ -এ চ্যাম্পিয়ন হয় হুগলির উত্তরপাড়া মণীন্দ্র বিদ্যাপীঠ ।সন্ধ্যেবেলা সকলের হাতে পুরস্কার তুলে দেন প্রখ্যাত ওলিম্পিয়ান সুস্মিতা সিংহ রায় ।
রাত্রে শুরু হয় সেলিব্রিটি-কুইজ । ভরতনাট্যম পরিবেশিত হয়। ” দণ্ডভুক্তি সম্মান ” তুলে দেওয়া হয় -মহঃ ইয়াসিন পাঠান , রেফারি শুভঙ্কর খামারি ,সুব্রত মহাপাত্র প্রমুখ-এর হাতে ।বড় পর্দায় প্রদর্শিত হয় মীর অভিনীত “সত্যদার কোচিং” সিনেমা ।
পরদিন সকালে প্রায় ১০০ জন কচি -কাঁচা দের নিয়ে “কিডস কুইজ ” ।চ্যাম্পিয়ন হয় দাঁতন লায়ন্স স্কুল মেলভিন। শুরু হয় সারা বাংলা ” দাঁতন ওপেন ” কুইজ ।অংশ নেয় কলকাতা ,কল্যাণী ,সোদপুর ,হলদিয়া ,তমলুক ,মেদিনীপুর ,বেলদা,দাঁতন ,কাঁথি, খড়গপুর, মোহনপুর ,চন্দ্রকোণা ,নদীয়া ,হাওড়া ,দুই ২৪ পরগনা সহ বহু এলাকার কুইজার্ডরা ।চ্যাম্পিয়ন হয় হলদিয়ার সন্দীপন দাস ও কৌশিক মাজি ।কুইজ পরিচালনা করেন প্রখ্যাত কুইজমাস্টর অভিজিত সুকুল ,পবিত্র মুখোপাধ্যায় ,অর্নব্জ্যোতী পল ,সতীনাথ মাইতি ,দাদাগিরি চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা এবং সন্তু জানা ।গিটার পরিবেশন করেন দেবার্ঘ্য ঘোষ ,সঙ্গীত পরিবেশন করেন আলাপন ভৌমিক । প্রকাশিত হয় মোগলমারি বৌদ্ধবিহার বিষয়ক একটি ইংরেজি বই -লিখেছেন অতনু প্রধান এবং সন্তু জানা ।মনোগ্রাহী যোগ পরিবেশন করেন ভারতীয় যোগ দলের খেলোয়াড়গণ ।চিত্র প্রদর্শনী ,প্রাচীন মূর্তি ,মেডেল ,পুঁথি প্রদর্শনী মানুষ উপভোগ করেন । শেষে “শব্দবাজি ” করেন প্রখ্যাত রেডিও জকি রয় ।অবশেষে জায়াণ্ট স্ক্রিন-এ আতশবাজির মাধ্যমে পরিসমাপ্তি ঘটে এই গ্রান্ড কুইজ ফেস্টিভ্যালের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here