শিশু দিবসে হাজির ‘হামি ২’-র পোস্টার

0
351

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

হৈ হৈ করে হাজির ‘হামি ২’র পোস্টার। আজ শিশু দিবসেই সামনে এল সেই রঙিন পোস্টার। এরকমই একটা কিছু হতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিল স্বনামধন্য মশলা কোম্পানির বিজ্ঞাপন সামনে আসার পর।একটু দুষ্টুমি, একটু খুনসুটি আর অনেকটা মজা নিয়েই আগের বারের মতো হাজির হবে ‘হামি ২’।

haami2 | newsfront.co

এবার অবশ্য ছবিতে মাস্কের এক বিশেষ ভূমিকা থাকবে। কারণ করোনা আবহেই তৈরি হচ্ছে ছোটদের হামি। পোস্টারে রয়েছে তারই ইঙ্গিত। এবারেও লাল্টু বিশ্বাসের ভূমিকায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

ভুটুর চরিত্রে ব্রত ব্যানার্জি। বাকিরা কে কোন চরিত্রে রয়েছেন অর্থাৎ আগের অভিনেতারাই সেই সব চরিত্রে আছেন নাকি বদল ঘটতে পারে সেই ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি প্রযোজনা সংস্থার তরফে।

আরও পড়ুনঃ বিজ্ঞাপনে লাল্টু বিশ্বাস, শীঘ্রই আসছে ‘হামি ২’-র পোস্টার

একইভাবে নতুন কোনও চরিত্রর আগমন ঘটবে কিনা তা জানতে হলেও অপেক্ষা কাম্য।২০২১-এ মুক্তি পাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হামি ২’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here