বিজ্ঞাপনে লাল্টু বিশ্বাস, শীঘ্রই আসছে ‘হামি ২’-র পোস্টার

0
307

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এক জব্বর ছবি বানিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। আবালবৃদ্ধবনিতার মন কেড়ে নিয়েছিল সেই ‘হামি’। মানুষ হেসেছেন, আবার কেঁদেওছেন। সেই ‘হামি’র পরশ আবারও পেতে চলেছে দর্শককূল। উইন্ডোজের তরফেই জানা গিয়েছে যে আসছে ‘হামি ২’।

biriyani | newsfront.co

চলতি বছর শিশু দিবসেই সম্ভবত সামনে আসতে চলেছে ‘হামি ২’র পোস্টার। তবে, সঠিক কোনও খবর এই ব্যাপারে জানান দেয়নি উইন্ডোজ। কিন্তু তার আগেই ভুটুর বাবা লাল্টু বিশ্বাসকে দেখা গেল অন্য ভূমিকায়। কলকাতা বিরিয়ানির হাঁড়ি হাতে সে হাজির কাউন্সিলরের কাছে।

kharaj mukerjee | newsfront.co

eating | newsfront.co

তা হলে কি এবার সে কাউন্সিলরকে মিষ্টির হাঁড়ির বদলে হাতে তুলে দেবে কলকাতা বিরিয়ানির হাঁড়ি? এবার প্রশ্ন হল, বিরিয়ানির হাঁড়ি হাতে কোথায় দেখা গেল লাল্টু বিশ্বাসকে? উত্তর হল, লাল্টু বিশ্বাসকে দেখা গেল এক স্বনামধন্য মশলা কোম্পানির বিজ্ঞাপনে। সেই মশলাটির ব্যবহারে স্বাদ ও গন্ধে অতুলনীয় হয়ে ওঠে বিরিয়ানি।

laltu biswas | newsfront.co

এই কোম্পানির এক বিজ্ঞাপনেই তাঁকে ২৫ বছর আগে দেখা গিয়েছিল, অনীক দত্তর পরিচালনায়। এবারের বিজ্ঞাপনে শিবপ্রসাদের সঙ্গে ফ্রেমে রয়েছেন খরাজ মুখার্জি এবং কনীনিকা ব্যাবার্জি।

আরও পড়ুনঃ প্রথমবার লিড রোলে, ডায়েটে মত্ত সঙ্ঘশ্রী

লাল্টু বিশ্বাস এবার কাউন্সিলরের হাতে ঠিক কীরকম ভেট তুলে দেবে কিংবা ভুটু ভাইজানের চরিত্রে কাকে দেখা যাবে তা জানা যায়নি এখনও। তবে, বলতে বাধা নেই, গত ২৫ বছরে কোনও চরিত্র এমনভাবে বিজ্ঞাপনের বিষয় হয়ে ওঠেনি। স্যালুট লাল্টু বিশ্বাসকে, স্যালুট শিবপ্রসাদ-নন্দিতাকে। স্যালুট ‘হামি’কে। স্বাগত ‘হামি ২’-কে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here