অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
রবিবার ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর দলের জেতা উচিত ছিল বলে মনে করেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তবে ম্যাচটা ড্র রাখতে পেরেও তিনি অখুশি নন। রবিবার ম্যাচের পরে তিনি সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা গোল করার আগেই ম্যাচটা জেতার সুযোগ পেয়েছিলাম। প্রতি ম্যাচেই আমরা তিন পয়েন্ট জিততে চাই। কিন্তু এই পয়েন্টও খারাপ নয়। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ।”
রবিবার ফতোরদা স্টেডিয়ামে ১-১ ড্র করে মাঠ ছাড়ে দুই দল। নাগাড়ে আক্রমণ ও প্রতি আক্রমণের জেরে উত্তেজনায় ঠাসা ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে এডু গার্সিয়ার অসাধারণ গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। তবে এই গোলের দশ মিনিটের মধ্যে কর্নার থেকে দুরন্ত এক সুযোগসন্ধানী গোলে সমতা আনেন এফসি গোয়ার তরুণ ফরোয়ার্ড ইশান পন্ডিতা।
আরও পড়ুনঃ পুরোনো স্ট্রাটেজিতে গোয়া ম্যাচ ড্র টিম হাবাসের
হাবাস মনে করেন, এফসি গোয়ার মতো ভাল দলের বিরুদ্ধে গোলের সুযোগ বেশি পাওয়া কঠিন। তাই কম গোলের সুযোগ পেয়েই তা কাজে লাগাতে হয়। বলেন, “দুটো বড় দলের মধ্যে একটা বড় ম্যাচে বেশি গোলের সুযোগ তৈরি হয় না। খুব বেশি হলে চার-পাঁচ বা ছ’টা গোলের সুযোগ আসে হয়তো। সেগুলোই কাজে লাগাতে হয়। হয়তো ম্যাচটা আমাদের ছেলেরা হারতে ভয় পাচ্ছিল। তবে আমি ওদের পারফরম্যান্সে খুশি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584