অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
টানা তিন ম্যাচে জয় পেলেও এটিকে-মোহনবাগান কোচের মধ্যে যে উচ্ছ্বাস দেখতে পাওয়ার কথা, সেটা ওড়িশা বধ করার পরে দেখা গেল, তিনি যেন খানিকটা চিন্তায়। ওড়িশা এফসি-র বিরুদ্ধে শেষ মিনিটে পাওয়া জয়ে খুশি আন্তোনিও লোপেজ হাবাস, কিন্তু পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের চোট নিয়ে।
মাইকেল সুসাইরাজ প্রথম ম্যাচেই চোট পেয়ে কার্যত লিগের বাইরে চলে গিয়েছেন। এডু গার্সিয়ার চোটের কথাও স্বীকার করেন তিনি। এ বার ডেভিড উইলিয়ামসও চোট পেয়েছেন বলে জানিয়ে দিলেন কোচ। কত দিনে এডু, উইলিয়ামসরা মাঠে ফিরবেন, তা বুঝতে পারছেন না হাবাস। তাই আনন্দের চেয়ে তাঁর কপালে দুশ্চিন্তার ভাঁজই বেশি দেখা গেল। এ দিনের ম্যাচের টিম লিস্টে ডেভিড উইলিয়ামসের নাম ছিলই না।
আরও পড়ুনঃ আই লাভ ইউ বলতে শিখিয়েছো শোক গাথায় লিখলেন পেলে
সেই প্রসঙ্গে জিজ্ঞস করতে হাবাস জানান, “এডু গার্সিয়া, সুসাইরাজের মতো ডেভিড উইলিয়ামসেরও চোট হয়েছে। তাই ওদের খেলানো যাচ্ছে না। এডু আর উইলিয়ামস খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের। আশা করি ওরা তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবে। তা সত্ত্বেও যে দল ভাল খেলছে, জিতছে, সে জন্য আমি খুশি। তবে আরও উন্নতি করতে হবে আমাদের পারফরম্যান্সে।“
আরও পড়ুনঃ সেই কৃষ্ণলীলাতেই জয়ের হ্যাটট্রিক করল সবুজ মেরুন ব্রিগেড
জয় নিয়ে খুশি হলেও হাবাস বলেন, “আজ আমাদের দল সেরা পারফরম্যান্স দিতে পারেনি। প্রতি ম্যাচে একটা দল অবশ্য সমান ভাল খেলতে পারে না। তা সত্ত্বেও যে আমরা এক গোলে জিততে পেরেছি ম্যাচটা, এটাই ভাল”।
নির্ভরযোগ্য দুই খেলোয়াড়ের চোটে যে অশনি সঙ্কেত দেখতে পাচ্ছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ, তা তাঁর এই মন্তব্যেই বোঝা গেল। যখন বললেন, “তিনটে ম্যাচ জিতেছি বলে যে পরপর তিনটেতে হারব না, তার কোনও মানে নেই। আমাদের খেলায় উন্নতি করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584