নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ছবির নাম শুনে হঠাত পাবজির কথা মনে পড়ে গেল। থাক সে কথা। পাবজি বিদায় নেওয়ায় মন পুড়েছে অনেকের। সেই পোড়া মনে ঘা দিয়ে কাজ নেই। আসল খবরটা দিই।
রাজ চক্রবর্তীর পরিচালনায় এই বড়দিনে আসছে বাংলা ছবি ‘হাবজি গাবজি’। মুখ্য দুই চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলিকে। রাজ ঘরণী শুভশ্রীকে এই ছবিতে দেখা যাবে এক মায়ের চরিত্রে।
পোস্টার দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত ফোনকাতুরে তিনি। একইভাবে পরমকেও তেমনই ফোন ফ্রিক হিসেবেই দেখা যাচ্ছে পোস্টারে। তাদের মাঝখানে বসে আছে এক ছোটে ওস্তাদ। তার হাতেও মোবাইল ফোন!
আরও পড়ুনঃ এবার পুজোয় ফের রিলিজ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র
ছবির গল্প লিখেছেন রাজ চক্রবর্তী। পরিচালনাও তাঁরই। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরায় মানস গাঙ্গুলি। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। সম্পাদনায় মহম্মদ কালাম। শিল্প নির্দেশনায় আনন্দ আঢ্য।
‘হাবজি গাবজি’র সঙ্গে পাবজি খেলার কোনও সম্পর্ক থাকলেও থাকতে পারে বলে আন্দাজ করা যায়। বাকিটা সময় বলবে৷ ২৯ মে রিলিজ করার কথা ছিল ছবিটি। বাধা হয়ে দাঁড়ায় লকডাউন। তবে, বড়দিনে আসছে ‘হাবজি গাবজি’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584