শিশু দিবসে অভিভাবকদের জন্য হাজির ‘হাবজি গাবজি’র ট্রেলার,মুক্তি এই বড়দিনে

0
142

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মোবাইলের কবলে আজ বিপন্ন শৈশব। এর পিছনে দায়ী কারা? কোনও ভনিতা না করেই পরিচালক- প্রযোজক রাজ চক্রবর্তী তাঁর আসন্ন ছবি ‘হাবজি গাবজি’র ট্রেলারে সাফ জানিয়ে দিলেন সেই কথা। জানতে হলে দেখতে হবে ট্রেলার। এবং অপেক্ষা করতে হবে চলতি বছরের বড়দিন অবধি। সেদিনই মুক্তি পাবে ‘হাবজি গাবজি’।

habji gabji | newsfront.co

শিশু দিবসেই শিশুকে কেন্দ্রে রেখে সামনে এল শুভশ্রী গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, সামন্তক দ্যুতি মৈত্র, ওশ মল্লিক এবং পদ্মনাভ দাশগুপ্ত অভিনীত বাংলা ছবি ‘হাবজি গাবজি’র টানটান উত্তেজনাময় ট্রেলার।
ট্রেলারে এক কর্মব্যস্ত বাবা-মায়ের একমাত্র ছেলের একাকীত্ব এবং বেপরোয়া হয়ে ওঠার ছবি স্পষ্ট। দিশেহারা বাবা-মা আজ বড় অসহায়। নিজেরা কর্মযজ্ঞে বেরিয়ে যাওয়ার সময় ছেলের হাতে তুলে দেয় স্মার্টফোন। যেটা তাকে মা-বাবার অনুপস্থিতিও ভুলিয়ে দিতে পারে৷ একলা ছেলের সময় কাটে ফোন গেম-এ।

ঘরে ফিরে বাবা-মাও মেতে থাকে ফোনের স্ক্রিনে। ছেলেও তাই। এরপর যখন তার স্কুল থেকে মাকে ডেকে ছেলের হ্যান্ডরাইটিং খারাপ হয়ে যাওয়ার কথা জানানো হয় তখন ছেলের প্রতি নজর পড়ে বাপ-মায়ের৷ ছেলেও আজ মুখে মুখে কথা বলতে শিখেছে। প্রয়োজনে সে বাপ-মাকে মেরেও ফেলতে পারে। কিন্তু শেষ অবধি জল কোনদিকে গড়ায় তা জানতে হলে অপেক্ষাই কাম্য। হ্যাপি এন্ডিং নাকি মারাত্মক কিছু রাজ রেখেছেন এই ছবিতে? সাসপেন্স ঘন থেকে ঘনতর হচ্ছে দর্শকমহলে।

আরও পড়ুনঃ রহস্যের গন্ধ ছড়াবে অরুদীপ্ত’র ‘স্মেল’

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ডি ও পি মানস গাঙ্গুলি। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। সম্পাদনায় মহম্মদ কালাম। আর্ট ডিরেক্টর আনন্দ আঢ্য। কস্টিউম করেছেন জয়িতা রায়, সিজা বিশ্বাস, তনুমিতা ঘোষ। লাইন প্রোডিউসার মিমো হাজরা। পোস্ট প্রোডাকশনের কাজ করছেন সোমনাথ চক্রবর্তী।

ট্রেলারে রাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ছবিটি বাবা-মা’দের জন্য নির্মিত। বলা বাহুল্য, এই ছবি এই প্রজন্মের বাবা-মাকে একটু হলেও নড়িয়ে চড়িয়ে বসাবে।রাজ চক্রবর্তী এবং শ্যাম আগারওয়ালের প্রযোজনায় এই বড়দিনেই আসছে ‘হাবজি গাবজি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here