শ্যামল রায়, নদীয়া:
ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে নদিয়ার করিমপুর এ। এলাকার কলা ধান ভুট্টা আম পটল বেগুন সহ নানান ধরনের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিক কৃষি সূত্রে খবর।
বেশকিছু এলাকাতে গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ছিড়ে রাস্তাতে পড়ায় যান চলাচল করছে যদিও বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীরা প্রশাসনের সাহায্য নিয়ে এলাকায় বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
শনিবার ও রবিবার সকালেও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত জমি ঘুরে দেখেছেন কৃষি আধিকারিকরা।
মানিক নগর গ্রামের কলাচাষি কোমল মন্ডলের অভিযোগ আমি একজন ক্ষুদ্র চাষী ঝরে যে ব্যাপক ক্ষতি হলো কি করে সামাল দেব বুঝে উঠতে পারছি না এছাড়াও এলাকাবাসী জানিয়েছেন যে পটলের লতা দুমড়ে-মুচড়ে যাওয়া তে পটল ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতি হয়েছে পানের বরজের। আবহাওয়া আর মাটির ধসা রোগের কারণে এলাকায় প্রচুর পানের বরজ থাকা সত্ত্বেও নষ্ট হয়ে যাওয়াতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পানচাষিদের।
সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তারা ভীষণভাবে আর্থিক সংকটের মুখে পড়বেন এরকমটাই জানিয়েছেন চাষীরা।
করিমপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছে যে ঝড় ও শিলাবৃষ্টিতে করিমপুর 1 নম্বর এলাকার বেশিরভাগ জমির ফসলের চরম ক্ষতি হয়েছে চাষীদের সাথে কথা বলে জানা গিয়েছে যে যেভাবে পেঁয়াজ ও ছোলা চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে তারপর সিদ্ধান্ত নেবে সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584