করোনা নিয়ে ছড়াচ্ছে গুজব, দিনহাটায় যুবকদের মাথা ন্যাড়ার হিড়িক এলাকায়

0
78

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা ভাইরাস রোধে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ ইতিমধ্যেই শুরু করছে দেশ তথা প্রতিটি রাজ্য। এমনকি এর প্রতিষেধক আবিষ্কারের জন্য বিজ্ঞানীরা দিন রাত কাজ করে চলেছেন। তার উপর এরই মাঝে দেশ জুড়ে একের পর এক গুজব রটছে করোনার প্রতিষেধক হিসেবে।

hair cutting | newsfront.co
নিজস্ব চিত্র

কোথাও গোমূত্র পান তো কোথাও রাত জেগে থানকুনি পাতা খাওয়া। এমনকি কোথাও আবার তুলসি পাতা খাওয়া চলছে জোরকদমে। কিন্তু তাতেও কিছু না হওয়ায় অবশেষে দেশে জারি করা হয়েছে লকডাউন। এই লক ডাউনে বাড়ির বাহিরে বের হওয়া নিষেধাজ্ঞা জারি করেছে দেশের দুই সরকার। কিন্তু বেশ কয়েকদিন ধরে কিছু যুবকরা সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করছে। আর এই নিয়েই উঠছে প্রশ্ন ?

আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্সে করে পাচার বেআইনি বিলাতি মদ, চালকসহ ধৃত তিন

করোনা ভাইরাস থেকে বাঁচতে এবার গত দুইদিন ধরে দিনহাটার সিতাই, গোসানিমারি, ফকিরটারি, ওকড়াবাড়ি, বাসন্তীরহাট, ভেটাগুড়ি, পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাকুড়া,কোয়ালীদহ সহ বেশ কিছু এলাকায় যুবকদের মাথা ন্যাড়া করার হিড়িক উপচে পড়েছে। এমনকি বহু মানুষ এরই মধ্যে নিজেদের মাথা ন্যাড়াও করে ফেলেছেন।

শুধু তাই নয়, সেই ন্যাড়া মাথার ছবি আবার সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করছেন। সেই পোস্টে আবার অনেকে লিখেছেন, করোনার হাত থেকে বাঁচাতে তারা তাদের মাথা ন্যাড়া করেছে। এই ছবি দেখে মনে হয় রীতিমত উৎসবের আমেজে তারা মাথা ন্যাড়া করাচ্ছে।

জেলা প্রশাসনের বারবার নিষেধ করা সত্বেও কি করে সেলুনের দোকান খুলছে। কি ভাবে তারা ভিড় জমিয়ে দোকানের মধ্যে কাজ চালাচ্ছে তা নিয়ে উঠছে না না প্রশ্ন ? কিন্তু লক ডাউনের মধ্যেও কিভাবে এত যুবক মাথা ন্যাড়া করছেন তা নিয়ে চিন্তিত স্থানীয় প্রশাসন।

তবে এ বিষয়ে এক সেলুনের মালিক বলেন, ‘লকডাউনের কারনে সংসার চালানোই দায় হয়ে গেছে। তাই দোকান খুলেছে ঠিকই। কিন্তু দোকানের ভিতর একজনকে নিয়ে কাজকর্ম সেরে, তাঁকে বের করে দিয়ে অন্যজনকে সেলুনের ভেতর ডাকা হচ্ছে। সারা দিনে ৮-১০টা কাস্টমার হয়। সবাই এসেই বলে মাথা ন্যাড়া করব। বাধ্য হয়ে আমি পেটের দায়ে কাজটা করি’।

যদিও এ বিষয়ে বলাকুড়া গ্রামের এক যুবক একই ভাবে মাথা ন্যাড়া করেন। এদিন তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘মাথায় অনেক চুল, শুনেছি করোনা ভাইরাস বাতাসের ভাসতে পরে। আমাদের নাক,মুখ সব বন্ধ থাকে। করোনা যদি চুলের মধ্যে আটকে যায়। সেই কারণে সে মাথা ন্যাড়া করেছে’।এমনকি এ ঘটনার কথা শুনে এদিন দিনহাটার এক চিকিৎসক জানান,’করোনা থেকে বাঁচতে মাথা ন্যাড়া করার এই বিষয়টি সত্যি হাস্যকর’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here