নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নভেল করোনা ভাইরাসের প্যানডেমিকের কারণে হজ যাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা এবার খুবই কম। কারণ সামাজিক দূরত্ব বজায় রাখা বিষয়টি বিশ্বব্যাপী মেনে চলাই নির্দেশ।
আরব আমীরশাহীর মাত্র ১০হাজার বাসিন্দা এই বছরের হজে সামিল হচ্ছেন। ২০১৯ সালের হজে যোগ দিয়েছিলেন আড়াই লক্ষ মানুষ।প্রত্যকের মাস্ক পরিধান বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব বজায় রেখেই ছোট ছোট দলে ভাগ করে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে।
Hundreds of Muslim pilgrims circle the Kaaba, the cubic building at the Grand Mosque, as they observe social distancing to protect themselves against the coronavirus, in the Muslim holy city of Mecca, Saudi Arabia, Wednesday, July 29, 2020. pic.twitter.com/4ZcXs3FqOW
— AP Images (@AP_Images) July 29, 2020
মিশরের একজন ইলেকট্রিক মেকানিক, যিনি এইবার হজে যাওয়ার সুযোগ পেয়েছেন, জানিয়েছেন এটি এক অভূতপূর্ব অসামান্য অভিজ্ঞতা,একেবারে স্বপ্নের মত; মদিনার মসজিদে প্রবেশের পূর্বে সংবাদ মাধ্যমকে জানান।
আরও পড়ুনঃ টুইটারে প্রেসিডেন্ট নির্বাচন পিছোনোর আহ্বান ট্রাম্পের
আজ ছিল হজ যাত্রীদের আরাফত শৃঙ্গে আরোহণ এর দিন,সেখানে তাঁরা প্রার্থনা করবেন এবং কোরান পাঠ করা হবে। বিদেশী সাংবাদিকদের এই বছরের হজ যাত্রায় থাকার অনুমতি মেলেনি করোনা স্বাস্থ্যবিধির কারনে। অত্যন্ত কঠিনভাবে সবরকম সাবধানতা বজায় রাখা হয়েছে হজ যাত্রায়; হজে যোগদানকারী প্রতিটি তীর্থযাত্রীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584