সারা বাংলা আন্তঃবিদ্যালয় কুইজে চ্যাম্পিয়ান হলদিয়া গভর্ণমেন্ট হাইস্কুল

0
189

সুদীপ কুমার খাঁড়া,
মেদিনীপুর:

মেদিনীপুর কুইজ সোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সারা বাংলা আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে।

পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের মোট এগারোটি জেলার মোট ১২৮ টি স্কুল দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্বোধন করেন বিখ্যাত সাহিত্যিক পান্ডব গোয়েন্দার স্ট্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় । প্রধান অতিথি ছিলেন বিখ্যাত কুইজ মাস্টার রাজীব সান্যাল, বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.বিশ্বজিৎ সেন, উপস্থিত ছিলেন লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সুশীল শিকারিয়া, কুইজ কেন্দ্রের সম্পাদক মৌসম মজুমদার ।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন বেরা। স্বাগত ভাষণ দেন সম্পাদক মৌসম মজুমদার ।এদিন “আমাদের গর্ব”. সম্মানে সম্মানিত করা হয় কুইজ কেন্দ্রের সদস্য তথা গত ৫ই সেপ্টেম্বর পশ্চিম বঙ্গ সরকারের ” শিক্ষারত্ন” পুরষ্কারে ভূষিত বিশিষ্ট শিক্ষক গৌতম বসু কে। “আচার্য্য রত্ন” সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট শিক্ষক দুর্গাপদ মাসান্তকে। আজীবন সদস্যপদ দেওয়া হলো বিষ্ণুপুরের রামানন্দ কলেজের অধ্যক্ষা ড.স্বপ্না ঘোড়ুই সহ আরো তিনজনকে। প্রাথমিক রাউন্ডের পর ৩২ টিম সেমি ফাইনালে পৌঁছায়। সেখান থেকে ৮টি দলকে নিয়ে ফাইনাল হয়। ফাইনালের আটটি দল সহ সেমিফাইনালের ৩২ টি দলকে আকর্ষনীয় পুরষ্কারে পুরষ্কার করা হয়।

দর্শকদের উপস্থিতি।

আজকের কুইজে প্রথম স্থানাধিকার করে হলদিয়া গভর্ণমেন্ট হাইস্কুল ।দ্বিতীয় হুগলীর উত্তরপাড়া অমরেন্দ্র হাইস্কুল । তৃতীয় হয় খুকুড়দহ হাইস্কুল ।

চলছে প্রতিযোগিতা।

আর আজকের অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেরে ভিডিও মারফৎ শুভেচ্ছা পাঠান কুইজ কেন্দ্রের ব্রান্ড অ্যাম্বাসাডর বিখ্যাত গায়ক সিদ্ধর্থ শংকর রায়(সিধু)।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here