নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুরঃ
বিশাখাপত্তনমে ভয়াবহ গ্যাস দূর্ঘটনার শ্রমিক মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত হলদিয়া শিল্পাঞ্চলের বাসিন্দারা। আর এতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন, কেননা হলদিয়া শিল্পসংস্থায় এমন বেশ কয়েকটি কারখানা রয়েছে যেখানে বিভিন্ন রাসায়নিক ও গ্যাসের ব্যবহার হয়।
গত ১৫ ফেব্রুয়ারি এমন ভাবে এক শিল্পসংস্থায় গ্যাস লিক করে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।
আরও পড়ুনঃ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চাঞ্চল্য
পুলিশ প্রশাসনের তৎপরতায় সে যাত্রায় বড়সড় দূর্ঘটনা আটকানো গেলেও বিশাখাপত্তনমের ঘটনার পর রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। ইতিমধ্যে জেলাশাসক হলদিয়ার সমস্ত শিল্পসংস্থাকে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও কারখানা নিরাপত্তা আধিকারিককে নির্দেশ দিয়েছেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584