অমৃতা চন্দ, কোচবিহারঃ
দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের এক ছাত্রকে মারধরের ঘটনার অভিযোগে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে অভিনব ভাবে খালি গায়ে বিক্ষোভ মিছিলের পাশাপাশি মহকুমা শাসক ও দিনহাটা থানায় ডেপুটেশন দিল তৃণমূল ছাত্র পরিষদ।
সোমবার দুপুরে দিনহাটা কলেজের সামনে থেকে মিছিলকে ঘিরে পুরসভা ভোটের আগে তৃণমূল ছাত্র সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।
কলেজ ছাত্র অলোক নিতাই দাসের খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের বহিস্কৃত কাউন্সিলার জয়দীপ ঘোষের নেতৃত্বে সোমবার কলেজের ছাত্রদের একটি অংশ খালি গায়ে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়। এদিন ছাত্ররা নিজেদের শরীরে উই ওয়ান্ট জাস্টিস, নো এনআরসি, নো সিএএ লিখে প্রতিবাদে সামিল হয়ে মিছিলকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।
এদিনের এই মিছিল দিনহাটা কলেজের সামনে থেকে শুরু হয়। মিছিল থেকে তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায়, দলের ছাত্র সংগঠনের অপর গোষ্ঠীর নেতা আমির আলম, সাবানা খাতুন প্রমুখকে গ্রেফতারের দাবিতে সরব হন।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জ থানায় বিজেপির অবস্থান বিক্ষোভ
তৃণমূল ছাত্র পরিষদের নামে এদিন দিনহাটায় ছাত্র-ছাত্রীদের যে মিছিল তাতে সংগঠনের জেলা নেতৃত্বের কোন কিছু জানা নেই বলেও জেলা নেতৃত্ব জানান। অপরদিকে যুব তৃণমূল নেতৃত্ব বলেন এক বছর আগে দিনহাটা কলেজের ছাত্র অলোক নিতাই দাস খুনের ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর জয়দীপ ঘোষকে দল বহিষ্কার করেছে।
বহিস্কৃত সেই কাউন্সিলর কিভাবে তৃণমূলের পতাকা নিয়ে যুব ও ছাত্র সংগঠনের পদাধিকারীদের বহিষ্কারের দাবি করে তা নিয়ে প্রশ্ন তোলেন যুব নেতৃত্ব। তৃণমূল নেতা বিধায়ক উদয়ন গুহ বলেন যারা এই ধরনের কাজ করেছে তারা দলের ভালো চায় না।
আরও পড়ুনঃ কোচবিহারে রেলের অবৈধ টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার ১
এদিন তৃণমূল ছাত্র পরিষদের দিনহাটা কলেজ ইউনিটের অন্য এক পক্ষের ছাত্র অভিনব ভাবে মিছিল করে দিনহাটা মহকুমা শাসক এবং আইসিসির কাছে দাবিপত্র দিয়ে গত ২০ শে জানুয়ারি ছাত্র সংগঠনের অন্য এক পক্ষের হাতে ছাত্রনেতা সাগর সরকারের উপর যে হামলা চালানো হয় তা নিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
ওই ঘটনায় অভিযুক্ত তৃণমূল যুব দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় ছাড়াও কলেজের ছাত্র সংগঠনের আমির আলম, সাবানা খাতুন প্রমুখদের গ্রেফতারের দাবি জানানো হয়। অবিলম্বে তাদের গ্রেফতার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন ছাত্র-ছাত্রী ঐক্য মঞ্চের নেতৃত্বরা। তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন্দ্রনাথ দত্ত বলেন দিনহাটা কলেজের ছাত্র-ছাত্রীদের এদিনের কোন মিছিলের কথা তার জানা নেই।
তাছাড়া এই মুহূর্তে দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র সংগঠনের কোন ইউনিট নেই।যুব তৃণমূলের দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় বলেন গত বছর অক্টোবর মাসে কলেজ ছাত্র অলোক নিতাই দাসকে খুন করা হয়। এই ঘটনায় মূল যিনি অভিযুক্ত তাকে দল বহিষ্কার করে।
আরও পড়ুনঃ বাড়িতে পুত্র সন্তান না থাকায় শিশু চুরি, স্বীকারোক্তি ধৃত মহিলার
তার নেতৃত্বে এদিন কলেজের কয়েকজন ছাত্র ছাত্রী ও কিছু বহিরাগতকে নিয়ে দিনহাটায় দল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। তৃণমূলের বহিস্কৃত কাউন্সিলর জয়দীপ ঘোষ বলেন কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি কলেজের বর্ধিত ফি সহ কলেজের বিভিন্ন রকম অনিয়মের বিরুদ্ধে তাদের লাগাতার আন্দোলন শুরু হয়েছে।
এছাড়াও গত ২০ শে জানুয়ারি কলেজের এক ছাত্রকে মারধরের ঘটনায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। এনিয়ে এদিন দিনহাটা মহকুমা শাসক ও দিনহাটা থানার আইসিকে ডেপুটেশন দেওয়া হয়।অবিলম্বে পুলিশ, প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলনকে আরো দুর্বার করে তোলা হবে।
বিধায়ক উদয়ন গুহ বলেন সেমিস্টার ফি কমানোর দাবিতে ছাত্র ছাত্রীরা দাবি করতেই পারেন। তবে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীন কোচবিহারের এবিএন শীল কলেজ বাদে অন্য সব কলেজের থেকে দিনহাটা কলেজের সেমিস্টার ফি কম। পাশাপাশি তিনি বলেন এদিন মিছিল করে আন্দোলন করেছে তারা দলের ভালো করছে না। আমরা কোন গোষ্ঠীদ্বন্দ্বকে বরদাস্ত করিনা। এ ধরনের কর্মসূচির কোনো অনুমোদন দেয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584