জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
প্রশাসনের আঁটোসাঁটো নজরদারির মধ্যে দিয়ে গঠিত হলো তৃণমূলের নতুন প্রধান। কান্দি থানার অন্তর্গত জীবন্তির মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১২ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১১ জন্য সদস্যকে নিয়ে আজ মঙ্গলবার নতুন করে তৃণমূলের প্রধান নির্বাচন হল হামিদা বিবি।
উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর তৃণমূল প্রধান মমতাজ বেগম ইস্তফা দেন। সেই ইস্তফার কারণে পঞ্চায়েতে কাজকর্ম পরিচালনার জন্য বিডিও সাহেবের নির্দেশে গত ২৯ সেপ্টেম্বর উপপ্রধান আশিস কুমার মন্ডলকে পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে একমাসের জন্য দায়িত্ব ভার দেওয়া হয়েছিল।
আজ ২৬ অক্টোবর কান্দী ব্লকের বিডিও প্রতিনিধি ডেপুটি সেক্রেটারি সুব্রত কুমার হালদারের উপস্থিতিতে প্রশাসনের নজর দারির মধ্যে মহলন্দী ২ গ্রাম পঞ্চায়েতের নতুন করে তৃণমূলের প্রধান নির্বাচিত হলেন হামিদা বিবি।
আরও পড়ুনঃ পরিযায়ীদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রধান সাহেবা হামিদা বিবিকে পুষ্প স্তবক পরিয়ে বরণ করে নেন তৃণমূল অঞ্চল সভাপতি আবুল কালাম মহাশয়। এছাড়াও তাকে সম্বর্ধনা জানাতে এলাকার মানুষ ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধান সাহেবা হামিদা বিবি বলেন, “সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যাদের সঙ্গে নিয়ে এই অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য সহযোগিতা কামনা করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584