করোনা যুদ্ধে সম্প্রীতির লড়াইয়ে সামিল চাকুলিয়া গ্রাম

0
39

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

করোনা আতংকে গ্রামে ঢোকার পথে রয়েছে বাঁশের ব্যারিকেড। তবে সেটা টপকানোর আগে ভাল ভাবে সাবান জলে হাত ধুতে হচ্ছে এলাকাবাসীদের। কারণ ব্যারিকেডের সামনে সচেতনতার বার্তা দিয়ে হাতে লেখা একটি পোস্টার লাগানো আছে।

prevention | newsfront.co
নিজস্ব চিত্র

আর তাতে লেখা রয়েছে ‘করোনা রুখতে লকডাউন মেনে চলুন। ঘরে থাকুন আর সুস্থ থাকুন।’ এমনকি মাস্ক না পরে বাইরের কেউ গ্রামে প্রবেশ করতে পারবেন না বলে, হুঁশিয়ারিও দেওয়া আছে এই পোস্টারটিতে। এর পাশাপাশি চাকুলিয়ার এই পারুল গ্রামে একশো মিটারের মধ্যে একই রাস্তার দু’ধারে রয়েছে দুর্গা মন্দির ও একটি মসজিদ।

আরও পড়ুনঃ ভাইরাস রুখতে বন্ধ করা হলো গ্রামের মূল রাস্তা

তবে পার্থক্য একটাই, এই রাস্তার এক পাশ থেকে ধুপকাঠি আর অন্য পাশে আতরের গন্ধ পাওয়া যায়। যদিও মাস কয়েক আগেও এই পথ থেকে ভেসে আসত মসজিদের আজান আর মন্দিরের উলুধ্বনি শব্দ। তবে এখন লকডাউনের জেরে তালা বন্ধ হয়ে রয়েছে মন্দির এবং মসজিদ।

আর করোনা মোকাবিলায় শহর থেকে বহু দূরের এ গ্রামে জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ মুছে, একজোট হয়ে যুদ্ধে নেমেছেন সবাই।যদিও এদিন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রমজ বলেন, “কঠিন সময়ে ধর্মবর্ণ নির্বিশেষে গোটা গ্রাম একজোট হয়ে বড় দৃষ্টান্ত রেখেছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here