মালদহ শিল্প কেন্দ্রের উদ্যোগে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন

0
75

হরষিত সিং, মালদহঃ
মালদহ জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হল হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী।আগামি তিন দিনব্যাপী চলবে এই প্রদর্শনী।মঙ্গলবার দুপুর নাগাদ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।

প্রদ্বীপ প্রজ্জ্বলন করে প্রদর্শনীর উদ্বোধন। ছবিঃ অভিষেক দাস

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক,জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল,তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা,মহধিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল সাহা,মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহ-সম্পাদক উজ্বল সরকার, চিত্রশিল্পী মঞ্জু শর্মা সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা।মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পীদের স্বনির্ভর করার জন্য এই উদ্যোগ জেলা শিল্প কেন্দ্রের।এদিন জেলা শিল্প কেন্দ্রের প্রদর্শনী কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৪৪ জন শিল্পী, বাঁশ, বেত, পাঠ, মাটি,উল,সুতা সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি ঘর সাজানোর আকর্ষণীয় কারুকার্য তৈরি করা শিল্প নিয়ে শিল্পীরা অংশগ্রহণ করে।হস্ত শিল্প প্রদর্শনীও চলবে তিনদিন ধরে।উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী কক্ষ ঘুরে দেখেন।জেলা স্তরের প্রতিযোগিতার পর রাজ্যস্তরে অংশ নেবে জেলার সফল শিল্পীরা।

হস্ত শিল্প শৈলী। ছবিঃ অভিষেক দাস

এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে শিল্পীরা উৎসাহ পাচ্ছেন এবং উপার্জন করছেন।প্রশাসনের উদ্যোগে তাদের জেলার বাইরে বিভিন্ন জায়গায় প্রদর্শনীর সুযোগ করে দেওয়া হয়। সেই কারনে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here