কেশপুরে প্রতিবন্ধী শণাক্তকরণ শিবিরের আয়োজন

0
210

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

handicap identification camp 6
নিজস্ব চিত্র

প্রতিবন্ধীদের সাহায্য করতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন‍্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা মুগবাসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী শনাক্তকরন শিবির।বুধবার মুগবাসান ফুটবল মাঠে সোসাইটির অস্থায়ী বিবেকানন্দ মঞ্চে আয়োজিত এই শিবিরে মোট ১৭৭ জন প্রতিবন্ধীকে শনাক্তকরন করা হয়।

handicap identification camp 3
প্রতিবন্ধী শনাক্তকরণ। নিজস্ব চিত্র

এই শিবিরে কেশপুর ব্লকের লিওমিও জনশিক্ষা প্রসার আধিকারিক গোপা জানা,কেশপুর থানার ওসি সুদীপ ঘোষাল, এএসআই বিশ্বরূপ গোস্বামী,মুগবসান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়,আনন্দপুর চক্রের স্পেশাল এডুকেটর চিন্ময় বেরা কেশপুর চক্রের স্পেশাল এডুকেটর অশোক দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।মিশন নির্মল বাংলা ও সেফ ড্রাইভ ও সেফ লাইফ বিষয়ক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

handicap identification camp 2
উদ্বোধনী অনুষ্ঠান। নিজস্ব চিত্র

অনুদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় হাত প্রতিবন্ধীদের হাত মেজার্মেন্ট করা হয় কৃত্রিম হাত দেওয়ার জন্য।পাশাপাশি এদিন প্রতিবন্ধী শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হয় বিশেষ সংস্কৃতিক অনুষ্ঠান‌। বৃহস্পতিবার সোসাইটির উদ্যোগে আয়োজিত
মেধা নির্বাচন পরীক্ষা ২০১৮’ এর ফলাফল প্রকাশ হয়। ফলাফল প্রকাশ করেন সোসাইটির সদস্য সেখ মোসাওবের আলী ও পরীক্ষা সমূহের নিয়ামক সেখ মইনূল ইসলাম।পরীক্ষায় স্থানাধিকারীদের রৌপ্য মেডেল,বই,শংসাপত্র সহযোগে পুরস্কৃত করা হয়।

handicap identification camp 4
দেওয়াল পত্রিকা প্রকাশ। নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে এলাকার ৩৮ জন দুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের মধ‍্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।প্রকাশিত হয় বিশেষ দেওয়াল পত্রিকা।দেওয়াল পত্রিকা প্রকাশ করেন মেদিনীপুর আল আমীন মিশনের সুপারিনটেনডেন্ট সেখ ইসরাফিল আলী ও পত্রিকা সম্পাদক সেখ মহম্মদ ইমরান।
পাশাপাশি এদিন সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিযোগীদের সার্টিফিকেট,মেডেল,বই সহকারে পুরস্কৃত করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরে ব্লক স্বাস্থ্য আধিকারিক বিদ্যুৎ পাতর,কেশপুর পঞ্চায়েত শিক্ষা কর্মাধ্যক্ষা সামসেদা বেগম,বন ও ভূমি কর্মাধ্যক্ষ অনিল কুমার ঘোষ,পশ্চিম মেদিনীপুর জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আলী আকবর খান,মুগবাসান হাক্কানিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অসিত বরণ জানা ও সহ শিক্ষিকা স্নিগ্ধা অধিকারী,ঝেঁতলা হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ন চৌধুরী,স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী,শিক্ষক স্নেহাশীষ চৌধুরী,শিক্ষক সঞ্জয় সখা চাবরী সহ অন‍্যান‍্য শিক্ষানুরাগী ও সমাজসেবী বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

handicap identification camp
সঙ্গীত শিল্পী মাতুয়ার মল্লিক। নিজস্ব চিত্র

শুক্রবার সন্ধ্যায় আবৃত্তি,সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সংস্থার উদ্যোগে।সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাতুয়ার মল্লিক।সবশেষে মেদিনীপুরের পান্থপাদপ সংস্থা পরিবেশন করে নন্দলাল গুছাইতের “হাত বাড়ালেই বন্ধু” নাটকটি।অসাধারণ অভিনয়ে দর্শকদের হৃদয় জিতলেন সুশান্ত কুমার ঘোষ, মুস্তাক আলি,সুদীপ কুমার খাঁড়া,শ্রেয়শী ঘোষ, সরোজ মান্না,অভীক মাইতি,প্রদ‍্যুৎ জানা, শুভাশীষ শাসমল,সুমন পড়‍্যা,রাধানাথ শীট,অভি কোলে,শান্তি প্রসাদ কুন্ডু সহ অন্যান্যরা।শীতের রাতেও নাটক দেখতে ভীড় জমিয়েছিলেন বহু দর্শক।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মণীষা রায় ও অঞ্জন ঘোষ।

handicap identification camp 5
প্রতিবন্ধীদের অনুষ্ঠান। নিজস্ব চিত্র

শুভানুধ্যায়ীদের সহযোগিতায় দুদিনের গোটা কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান সোসাইটির সভাপতি আব্দুল সফি,সম্পাদক সেখ মনিরুল আলম ও কোষাধ্যক্ষ মহম্মদ ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ বীরপাড়ায় এসএসবি-র উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here